ইনফিনিটি, ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরা সেট আপ নিয়ে ভারতের বাজারে এল স্যামসাং গ্যালাক্সি এম৪০ মডেল। এম সিরিজের এই মডেলটিকে ভারতীয় টেকস্যাভিরা হাতে পেতে পারেন আসছে ১৫ জুনে। এদিন থেকে অনলাইন বাজার অ্যামাজনে মিলবে এই স্যামসাং এম৪০ স্মার্ট ফোন। এর ভারতীয় বাজার দর প্রায় ২০ হাজার টাকার মতো ধার্য হয়েছে। বলা বাহুল্য, এম সিরিজের এই নয়া মডেলটিকে চার নম্বর স্মার্টফোন হিসেবেই আনা হয়েছে। আরও পড়ুন-হাইস্পিড ইন্টারনেট পেতে রাউটারে রাখুন লেটেস্ট ফার্মওয়্যার
মাই স্মার্ট প্রাইজের একটি রিপোর্টে বলা হয়, গ্যালাক্সি এম৪০-র বিশেষ ফিচারগুলি অ্যানড্রয়েড এন্টারপ্রাইজ সল্যুশন ডিরেক্টরিতে দেখানো হয়েছে। ভারতের স্যামসাং-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসিম ওয়ার্সি বলেন, ‘‘ভারতের স্মার্টফোনের বাজারে অল্প সময়ের মধ্যেই যে ভাবে গ্যালাক্সির এম সিরিজ অপ্রত্যাশিত সাফল্য অর্জন করেছে, আমার বিশ্বাস, লক্ষ লক্ষ গ্রাহক স্যামসাং গ্যালাক্সি এম৪০ মডেলটি ব্যবহার করে খুশি হবেন।’’
আপাতত মিড নাইট ব্লু এবং সি ওয়াটার ব্লু— এই দু’টি আকর্ষণীয় রং নিয়ে বাজারে পা রাখতে চলেছে গ্যালাক্সি এম৪০। এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির (১০৮০*২৩৪০ পিক্সেল) ফুল এইচডি+ ডিসপ্লে, ৩৫০০ এমএএইচ ব্যাটারি। ফোনের সামনের ক্যামেরার বাঁদিকে থাকছে পাঞ্চ-হোল বা ইনফিনিটি-ও ডিসপ্লে। গ্যালাক্সি এম৪০-তে যে তিনটি ক্যামেরা সেট আপ করা হয়েছে সেটিতে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর কার্যকর হবে এবং সেলফি প্রেমীদের জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গতকাল, সোমবার বলিউড নায়িকা দিশা পাটানি তাঁর শেয়ার করা একটি ভিডিও-তে জানান, এই ফোনে থাকছে অ্যানড্রয়েড ৯.০ অপারেটিং সিস্টেম, ৬ জিবি র্যাম এবং স্ন্যাপড্রাগন ৬৭৫ এসওসি প্রসেসর, যেটি ২.০ গিগাহার্টজের স্পিড দেবে।
এক কথায় স্ন্যাপড্রাগন ৬ সিরিজ এসওসি প্রসেসরের মতো বেশ কিছু নয়া ফিচার নিয়ে হাজির এম৪০ টেকস্যাভিদের প্রেস্টিজকে বাড়িয়ে দেবে।