প্যারিস, ২৮ জুলাই: গত চারটি অলিম্পিকে (Summer Olympics) ভারতের একজন মহিলা শ্য়ুটারও ফাইনালে উঠতে পারেননি। সেখানে প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) প্রথম দু'দিনেই দু'জন ভারতীয় মহিলা শ্যুটার ফাইনালে উঠলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে মানু ভাকেরের (Manu Nhaker) পর এবার ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন রমিতা জিন্দাল (Ramita Jindal)। কোয়ালিফিকেশন রাউন্ডে পঞ্চম স্থানে থেকে ফাইনালে উঠলেন ২০ বছরের রমিলা।
২০০৪ এথেন্স অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছিলেন ভারতের সুমা শিরুর। তবে তিনি ফাইনালে সবার শেষে আট নম্বরে শেষ করেছিলেন। এরপর থেকে গত চারটি অলিম্পিকে ভারতের কোনও মহিলা শ্য়ুটার ফাইনালে যোগ্যতাঅর্জন করতে পারেননি।
দেখুন ছবিতে
Shooting Update: Ramita Jindal🇮🇳 Qualify for Women's 10m Air Rifle Finals. #Paris2024 #Cheer4Bharat #Olympics #Shooting pic.twitter.com/pFOj3njoOe
— DD News (@DDNewslive) July 28, 2024
তবে রমিলা নয় মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে কোয়ালিফিকেশন রাউন্ডে বেশীরভাগ সময়ই এগিয়ে ছিলেন ভারতের অপর শ্য়ুটার এলাভেনিল ভালভারিভান। কিন্তু চরম অনিশ্চয়তার খেলা শ্য়ুটিংয়ে শেষের দিকে দুটি খারাপ শট খেলে এলাভেনিল শেষ পর্যন্ত দশম স্থানে থেকে ফাইনালে উঠতে পারেননি। কোয়ালিফিকেশন রাউন্ড থেকে প্রথম আটজন ফাইনালে খেলেন। ফাইনালে প্রথম তিনজন পদক পান।
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম তিনটি স্থানে থাকেন- দক্ষিণ কোরিয়ার এইচজি বান, নরওয়ের জেএইচ ডুসদাত, ও সুইজরাল্যান্ডের এ গোগনিয়াত। পাঁচে থাকা রমিতার ঠিক আগে শেষ করেন চিনের ওয়াইটি হুয়াং।
এদিকে, আজ, রবিবার ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টেয় ফাইনালে নামছেন মানু ভাকের। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে পদক জয়ের হাতছানি মানু-র সামনে। কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠলেন ২২ বছরের হরিয়ানায় ঝাজ্জার জেলার মেয়ে। ৯ বার বিশ্বকাপ জেতা, কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মানুর কাছে এবার অধরা মাধুরী অলিম্পিকে পদক জয়ের হাতছানি। ২০০৪ এথেন্স অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছিলেন ভারতের সুমা শিরুর। তবে তিনি ফাইনালে সবার শেষে আট নম্বরে শেষ করেছিলেন। এরপর থেকে গত চারটি অলিম্পিকে ভারতের কোনও মহিলা শ্য়ুটার ফাইনালে যোগ্যতাঅর্জন করতে পারেননি।
বিশেষজ্ঞমহলের মতে সব ঠিকঠাক চললে মানুর পদক জেতা উচিত। যদিও শ্য়ুটিং এমন এক অনিশ্চিয়তার খেলা, সেখানে অনিশ্চিত কথাটা বড় নিশ্চয়তার বিষয়। ফেভারিটরা এখানে যে সোনা জিতবেন তার কোনও গ্যারান্টি নেই। ক্ষণিকের ভুল বা অসাধারণ কিছু পদক জেতা না জেতায় ব্যবধান গড়ে দেয়।
২০০৮ বেজিং অলিম্পিকে শ্য়ুটিংয়ে অভিনব বিন্দ্রা সোনা ও বিজয় কুমার রুপো জেতার পর ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন গগণ নারাং। কিন্তু দারুণ শক্তিশালী দল পাঠিয়েও গত দুটি অলিম্পিকে ভারত শ্যুটিং রেঞ্জ থেকে কোনও পদক পাননি। প্যারিসে সেই খরা কাটার দিকে এখন মানুর দিকেই তাকিয়ে সবাই।