Rajat Patidar, Dinesh Kartik. (Photo Credits: Twitter)

যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হল বাংলার। রবিবার রজত পাতিদারের (Rajat Patidar) কাছে হার মানতে হল বাংলা (Bengal Cricket team)কে। বিজয় হাজারে ট্রফিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে মধ্যপ্রদেশের কাছে ৬ উইকেটে হেরে গেল বাংলা। এবারের টুর্নামেন্টে এটাই বাংলার প্রথম হার। লিগে দুই নম্বরে থেকে প্রিলিমিনারি কোয়ার্টার ফাইনালে উঠল সুদীপ ঘারমির দল। অন্যদিকে, দিল্লিকে ৫ উইকেট হারিয়ে তালিকায় শীর্ষে থেকে লিগের খেলা শেষ করে শেষ আটে উঠল বরোদা (৭ ম্য়াচে ২০ পয়েন্ট)। ত্রিপুরা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়া ও রজত পাতিদারের কাছে হারায় ৭ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় দুই নম্বরে থেকে লিগের খেলা শেষ করল বাংলা।

অনবদ্য পাতিদার

হায়দরাবাদের মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলা করেছিল ৭ উইকেটে ২৬৯ রান। জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে আউট হয়ে যান মধ্যপ্রদেশের দুই ওপেনার হর্ষ গাওয়লি ও হিমাংশু মন্ত্রী। কিন্তু তৃতীয় উইকেটে রজত পাতিদার ও শুভম শর্মা-র ১৮৫ রানের পার্টানরশিপে সহজেই ম্যাচ বের করে নেয় মধ্যপ্রদেশ। ১৩৭ বলে ১৩২ রান করে অপরাজিত থাকেন রজত পাতিদার। আইপিএলের বিষ্ময় ক্রিকেটার ৮টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি মারেন। ৯৯ রানে সায়ন ঘোষের বলে আউট হন শুভম শর্মা। শুভমের আউটের পর শুভ্রাংশু সেনাপতিকে নিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান পাতিদার। শেষ পর্যন্ত ভেঙ্কটেশ আইয়ার (৪ অপরাজিত)কে নিয়ে দলকে জেতান পাতিদার।

দুরন্ত ইনিংস রজত পাতিদারের

কেমন খেলল বাংলা

সামি ৪০ রান দিয়ে ১টি উইকেট নেন। সায়ন ঘোষ দুটি, কনিষ্ক শেঠ ১টি উইকেট নেন। বাংলার স্পিনাররা একেবারেই সুবিধা করতে পারেননি। প্রথমে ব্যাট করতে নেমে বাংলার অধিনায়ক সুদীপ ঘরামির ৯৯ রানের দুরন্ত ইনিংস বৃথা গেল। শেষরে দিকে সামির ব্য়াট হাতে ৩৪ বলে ৪২ রানের ক্যামিও শেষ পর্যন্ত কাজে এল না। সুদীপ ঘরামি, সামির পাশাপাশি সুদীপ চ্যাটার্জি ৪৭ রান ও ৯ নম্বরে নেমে কৌশিক মাইতির অপজারিত ২০ রানের ইনিংস বাংলাকে ভদ্রস্থ রানে পৌছে দিয়েছিল।

চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলা

১) দিল্লির বিরুদ্ধে ৬ উইকেটে হারায় (৫১ বল হাতে রেখে)

২) ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়

৩) বরোদার বিরুদ্ধে ৭ উইকেটে হারায় (৪২ বল হাতে রেখে)

৪) কেরলের বিরুদ্ধে ২৪ রানে জয়ী

৫) বিহারের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ী (৪৫ বল হাতে রেখে)

৬) মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৬ উইকেটে পরাজিত।

গ্রুপ ই-র পয়েন্ট তালিকা

১) বরোদা: ২০ পয়েন্ট

২) বাংলা ১৮ পয়েন্ট

৩) মধ্যপ্রদেশ: ১৪ পয়েন্ট

৪) দিল্লি: ১২ পয়েন্ট

৫) কেরালা: ১০ পয়েন্ট

৬) ত্রিপুরা: ৬ পয়েন্ট

৭) বিহার: ৪ পয়েন্ট

(সব ম্যাচ শেষের পর)।

কোয়ার্টার ফাইনালে উঠল যারা- গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, বিদর্ভ, বরোদা,পঞ্জাব।

প্রিলিমিনারি কোয়ার্টারে যারা- হরিয়ানা, রেলওয়েজ, তামিলনাড়ু, বাংলা।

বড় দল যারা ছিটকে গেল- মুম্বই, দিল্লি।

প্রিমিলিনারি কোয়ার্টার ফাইনাল (দুটি)- ৯ জানুয়ারি (বরোদা)

কোয়ার্টার ফাইনাল (৪টি)- ১১ ও ১২ জানুয়ারি (বরোদা)