প্রতীকী ছবি (File Photo)

নয়াদিল্লিঃ অতুল সুভাষ(Atul Subhash) কাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে। ভিডিয়ো বানিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। সরাসরিভাবে না হলেও, পরোক্ষভাবে স্ত্রী এবং শাশুড়িকেই মৃত্যুর জন্য দায়ী করেছে ৩৫ বছরের রাজেশ কুমার। একটি ৪১ সেকেন্ডের ভিডিয়োতে তিনি বলেন, "যদি আমরা সঠিকভাবে কাজ করতাম তাহলে আমার কেসে ন্যায্য বিচার পেতাম। আমার সন্তানেরা আমার কাছে থাকত আর আমার স্ত্রী এবং শাশুড়ি জেলে।"

৪১ সেকেন্ডের ভিডিয়ো বানিয়ে আত্মঘাতী যুবক

এই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োর শেষে তাঁর মৃত্যুর পর দুই সন্তানকে তাঁর বাড়িয়ে ফিরিয়ে দেওয়ার দাবি জানান রাজেশ। যদিও ওই ভিডিয়োতে মৃত্যুর কারণ জানাননি রাজেশ। তবে পরিবার সূত্রে খবর, বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিলেন রাজেশ এবং তাঁর স্ত্রী। রাজেশের ভাই সন্তোষ কুমার পুলিশকে জানান, স্ত্রী এবং শাশুড়ি মিলে মানসিক অত্যাচার চালাত রাজেশের উপরে। নানারকম হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। এমনকি মিথ্যা পণের মামলায় ফাঁসানো হয়েছিল তাঁকে এমনটাই জানিয়েছেন রাজেশের ভাই। পরিবারের অভিযোগ সেই সব কারণেই আত্মঘাতী হয়েছেন রাজেশ। ৩ জানুয়ারি বিষ খেয়ে আত্মহত্যা করেন তেহরা গ্রামের রাজেশ কুমার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন হামিরপুর সার্কেল অফিসার রাজেশ কমল। গোটা ঘটনার তদন্ত চলছে।

উত্তরপ্রদেশের অতুল সুভাষ কাণ্ডের ছায়া