South Africa Test Team (Photo Credit: Proteas Men/ X)

SA vs PAK 2nd Test Scorecard: কেপটাউনে সোমবার দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের জয় নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৪২১ রানে পিছিয়ে থেকে পাকিস্তান ৪৭৮ রানে অলআউট হলেও গত সপ্তাহে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা চতুর্থ দিন শেষে সহজেই ৫৮ রানের টার্গেট তাড়া করে নেয়। ডেভিড বেডিংহামের ৩০ বলে অপরাজিত ৪৪ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭.১ ওভারে জয় নিশ্চিত করে। দক্ষিণ আফ্রিকার ৬১৫ রানের প্রথম ইনিংসে ২৫৯ রান করার পর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রায়ান রিকেলটনের জায়গায় ওপেন করেন তিনি। অধিনায়ক শান মাসুদ পাকিস্তানের লড়াইয়ে ১৪৫ রান করলেও দ্বিতীয় নতুন বলে ১৮ বছর বয়সী অভিষিক্ত কোয়েনা মাফাকার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন তিনি। ZIM vs AFG 2nd Test Scorecard: রাশিদের ৭ উইকেটে জিম্বাবয়েকে হারিয়ে বাজিমাত আফগানদের

দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্টের স্কোরকার্ড

প্রথম দিন সকালে ফিল্ডিং করতে গিয়ে সাইম আইয়ুবের গোড়ালি ভেঙে যাওয়ার পর বিপাকে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে কিন্তু ষষ্ঠ উইকেটে মহম্মদ রিজওয়ান (৪১) ও সালমান আগা (৪৮) ৮৮ রানের জুটি গড়েন। ইনিংস শেষ হওয়ার আগে আমির জামাল দ্রুত ৩৪ রান করেন। বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ৪৫ ওভার পরিশ্রম করে ১৩৭ রানে তিন উইকেট নেন। পাকিস্তান শেষ পর্যন্ত ৪২১ রানের ব্যবধান পার করে কিন্তু জয় পায়নি। দক্ষিণ আফ্রিকার ১০ উইকেটের জয়ের ফলে প্রোটিয়ারা এই বছরের ডব্লিউটিসি ফাইনালে খেলবে অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে।