Arrested (Photo Credit: Pixabay)

গোয়ালিয়র: মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় এক জুনিয়র চিকিৎসককে (Junior Doctor) ধর্ষণের ঘটনা সামনে এসেছে। সরকারি মেডিকেল কলেজের ফাঁকা হোস্টেলে ধর্ষণের শিকার হন ভুক্তভুগী। পুলিশ সূত্রে খবর, জুনিয়র ডাক্তারের সহকর্মী ২৫ বছর বয়সী যুবককে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনে সহকর্মী। তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে রবিবার গজরাজা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের ভিতরে। তরুণী নগরীর কম্পু থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত তরুণীকে দেখা করতে ডেকেছিল। একটি পুরাতন খালি হোস্টেলে তাঁকে ধর্ষণ করে। মামলার আরও তদন্ত চলছে।

গ্রেফতার অভিযুক্ত সহকর্মী