India Win After Defeat Pakistan (Photo Credit: X)

দিল্লি, ১৫ সেপ্টেম্বর: ভারতের (India vs Pakistan) বিরুদ্ধে অভিযোগ করল পাকিস্তান। এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত-পাকিস্তান ম্যাচে সূর্য কুমার যাদব এবং টিম ইন্ডিয়া যেভাবে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন, তার জেরেই ম্য়াত রেফারির কাছে এই অভিযোগ। ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফ্টের কাছে পাকিস্তানি ক্রিকেট দলের ম্যানেজার নাদিম আক্রম চিমা এই অভিযোগ দায়ের করেন।

দুবাই (Dubai) আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার ছিল এশিয়ার কাপের ভারত-পাকিস্তান ম্যাচ। যা নিয়ে উত্তেজনা ছিল চরমে। পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদূরের পর এই প্রথম ভারত (India), পাকিস্তান (Pakistan) ক্রিকেট সংগ্রামে মুখোমুখি হয়। আর সেখানেই খেলা শুরুর আগে সূর্য কুমার যাদব পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন।

এরপর ম্যাচ শেষ হতেই ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে পাকিস্তানিরা অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, সূর্য কুমার যাদব এবং ভারতীয় দল যা করেছে, তা স্পোর্টস স্পিরিটের বিরুদ্ধাচারণ। খেলার শুরুর আগে টসের সময়, সূর্য কুমার যাদব পাকিস্তানের সলমন আগার সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। যা গায়ে লাগে পাকিস্তানের। এরপর খেলা শেষ হতেই রেফারির দ্বারস্থ হয় পাকিস্তানি দল।

আরও পড়ুন: India vs Pakistan: দুবাইয়ে সূর্যদের জিততে চাই ১২৮ রান, কুলদীপের ঘূর্ণিতে ধরাশায়ী সলমনরা

এমনকী

ভারত-পাকিস্তানের খেলা শেষের পর বন্ধুত্বপূর্ণ হাত মেলানোর জন্য পাকিস্তানি খেলোয়াড়রা যখন দাঁড়িয়ে ছিলেন, সেই সময় ভারতীয় ক্রিকেট (Team India) ম্যানেজমেন্ট কোনও আতিথেয়তা দেখায়নি। পাকিস্তানিদের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়। যে ঘটনায় ক্ষেপে যায় পাকিস্তানিরা এবং রেফারির কাছে অফিসিয়ালি সূর্য কুমারদের (Suryakumar Yadav) বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

পহেলগাম হামলা এবং ভারত, পাকিস্তান সম্পর্কের অবনতি 

গত ২২ এপ্রিল পহেলগামে হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা। যার জেরে ২৬ জন নীরিহ মানুষের প্রাণ যায়। পহেলগাম হামলার পর থেকেই ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

অপারেশন সিঁদূর

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) এক সপ্তাহের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদূর শুরু করে ভারত। পাক ভূমিতে প্রবেশ করে, একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। ১০০ জন নিহত হয় ভারতের অপারেশন সিঁদূরের ঠেলায়।

ভারত যখন জঙ্গি নিদনে অপারেশন সিঁদূর (Operation Sindoor) শুরু করে, সেই সময় পাকিস্তান সাধারণ মানুষের বাড়ি, ঘর লক্ষ্য করে পালটা হামলার চেষ্টা করে। তবে তুর্কীর কাছ থেকে যে ড্রোন নিয়ে পাকিস্তান হামলার চেষ্টা চালায়, তা মাঝ আকাশেই গুঁড়িয়ে দিতে শুরু করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সুদর্শন চক্র। যা নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে শেষ সতোটি ছিল, তাও অবিলম্বে কেটে যায়। এবার তার প্রভাবই পড়ল এশিয়া কাপের ভারত, পাকিস্তান ম্যাচের উপর।