মোহনবাগান সমর্থকদের চাপ ও বয়কটের হুমকির কাছে নতি স্বীকার করে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ঘোষণা করেছে, রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী কলকাতা ডার্বির (Kolkata Derby) জন্য টিকিটের দামে কোনও অসঙ্গতি থাকলে তা সংশোধন করা হবে। মোহনবাগানের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত টিকিটের দামের বৈষম্যের কারণ দেখিয়ে সমর্থকদের 'সরকারিভাবে বয়কট' করার ডাক দেওয়ার একদিন পরেই এই ঘোষণা করা হয়েছে। তবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনার পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ম্যাচের ৪৮ ঘণ্টা আগে দাম পরিবর্তনের কথা বলে। ইমামির প্রতিনিধিত্বকারী ইস্টবেঙ্গল ডিরেক্টর সন্দীপ আগরওয়াল এক বিবৃতিতে বলেছেন, 'রবিবার ডার্বি ম্যাচের টিকিটের দামে কোনও অসঙ্গতি থাকলে তা অবিলম্বে সংশোধন করা হবে।' ভবিষ্যতে ডার্বির জন্য দর্শকদের জন্য একই দাম হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। Kolkata Derby Ticket Controversy: টিকিটের দামে বৈষম্য! ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ডাক মোহনবাগানের
🚨 | East Bengal FC release press statement on ‘ticket pricing’ issue raised by MBAC, claim Mohun Bagan Club had done the same in previous derby. After talks with sports minister, announce any discrepancies in pricing shall be dealt with immediately. #IndianFootball pic.twitter.com/NTDK7KWivS— 90ndstoppage (@90ndstoppage) March 8, 2024
ইস্টবেঙ্গল রবিবার ম্যাচের জন্য হোম টিম এবং টিকিটের মূল্য নির্ধারণ করেছিল মূল মালিক ইমামি লিমিটেড। ইমামি ইস্টবেঙ্গল ৩ ফেব্রুয়ারি মোহনবাগানের কৌশলের দিকে ইঙ্গিত করে যেখানে তাদের 'অনুগত ভক্তদের' ছাড় দেওয়া হয়। আগরওয়াল আরও জানান যে, স্বচ্ছতার কথা মাথায় রেখে তারা টিকিটের দামের উপর ছাড়ের কাঠামোও চালু করেছে। যদিও বিষয়টি দুঃখজনক যে এই উদ্যোগ অসাবধানতাবশত ফুটবলপ্রেমীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে। সেই কারণে নিবেদিত ফুটবল সম্প্রদায়ের আবেগের কথা বিবেচনা করে এবং মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।