Mohun Bagan Fans (Photo Credit: Mohun Bagan/ X)

টিকিটের দামে বৈষম্য নিয়ে ক্ষুব্ধ মোহনবাগানের (Mohun Bagan) সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত বৃহস্পতিবার তাঁর ক্লাবের সমর্থকদের রবিবার কলকাতায় ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগের কলকাতা ডার্বির (Kolkata Derby) আগামী লেগ বয়কট করার আহ্বান জানিয়েছেন। আসন্ন ডার্বির ম্যাচে টিকিটের দামে স্পষ্ট বৈষম্য রয়েছে, কিছু মোহনবাগান স্ট্যান্ডের দাম ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গলের দ্বিগুণেরও বেশি। যেখানে, ইস্টবেঙ্গলের টিকিটের দাম ১০০ থেকে ১০০০ টাকা এবং মোহনবাগানের ক্ষেত্রে সেটাই ২৫০ থেকে ৩০০০ টাকার মধ্যে রয়েছে। এক বিবৃতিতে সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত বলেছেন, 'এটা নজিরবিহীন যে অ্যাওয়ে দলের সমর্থকদের হোম টিমের সমর্থকদের চেয়ে প্রায় দ্বিগুণ দামে ম্যাচের টিকিট কিনতে হবে। এটা লজ্জাজনক।' মোহনবাগানের তরফে জানানো হয়েছে, তারা এই ম্যাচের টিকিট কেনাবেচা করবে না। Kolkata Derby Time Update: আগামী ১০ মার্চ রাত সাড়ে আটটায় শুরু হবে ইস্টবেঙ্গল-মোহনবাগানের কলকাতা ডার্বি

দেখুন বিবৃতি

তিনি বলেন, 'আমরা ইস্টবেঙ্গলের এই সুলভ আচরণের নিন্দা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে আইএসএলের ডার্বি ম্যাচের কোনও টিকিট আমরা কেনাবেচা করব না...এটিকে আমাদের পক্ষ থেকে আসন্ন ডার্বির আনুষ্ঠানিক বয়কটের ডাক হিসেবে বিবেচনা করা যেতে পারে।' দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ ৬৮ হাজার ধারণক্ষমতার সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত হয় যেখানে হোম টিম টিকিটের দাম নির্ধারণের বিশেষাধিকার পায়।

ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটির সদস্য দেবব্রত সরকার পরিস্থিতিকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে বলেছেন, ভবিষ্যতে এমনটা যাতে না হয়, তা নিশ্চিত করা হবে। তিনি বলেছেন, 'টিকিটের মূল্য ইমামি (প্রধান মালিক) দ্বারা করা হয় ... এটি একটি দুঃখজনক পরিস্থিতি এবং আশা করি যে এটি ভবিষ্যতে ঘটবে না। আমি ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কিন্তু এখনও কিছু করা যাচ্ছে না।' যদিও ইস্টবেঙ্গলের মালিক ইমামি লিমিটেডের তরফে কোনও সাড়া মেলেনি।