Pakistan A Team and Islamabad Protest (Photo Credits: Pakistan Cricket & Bushra Shaikh)

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ((PTI) সমর্থকদের গণবিক্ষোভের কারণে শ্রীলঙ্কা 'এ' দলের পাকিস্তান সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শুরুর দিকে ম্যাচ হলেও বাকি দুটি ওয়ানডে হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ESPNCricinfo-এর খবর অনুসারে, রাওয়ালপিন্ডির যমজ শহর হল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সেখানে রাজনৈতিক তৎপরতার কারণে ম্যাচ স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে পিসিবি জানায়, 'শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে আলোচনা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে পাকিস্তান শাহিনস-শ্রীলঙ্কা 'এ' সিরিজের শেষ দুটি ৫০ ওভারের ম্যাচ স্থগিত করেছে।' রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বুধ ও শুক্রবার হওয়ার কথা ছিল শেষ দুটি ম্যাচ। সিরিজ শেষ করার জন্য নতুন তারিখ চূড়ান্ত করতে উভয় বোর্ড ব্যবস্থা নেবে বলেও জানা গিয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই পিটিআইয়ের বিক্ষোভ সিরিজে কী প্রভাব ফেলবে তা নিয়ে উদ্বিগ্ন ছিল পিসিবি। Pakistan: ইমরান খানের সমর্থকদের দেখলেই 'গুলি চালাও', পাকিস্তান সরকারের নয়া নির্দেশে তোলপাড়

কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল যে রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডে ম্যাচটি ইসলামাবাদ ক্লাবে সরিয়ে নেওয়া হবে। এরপর পিসিবি জানায় যে, বাকি দুটি ম্যাচ ২৭ ও ২৯ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কিন্তু প্রথম ম্যাচের ভেন্যু নিয়েই সমস্যায় পড়ে পাক ক্রিকেট। প্রথমে এই ম্যাচ ২৫ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে ইমরান খান তার সমর্থকদের কারাগার থেকে তার মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল করার 'চূড়ান্ত আহ্বান' দিলে আসল সমস্যা শুরু হয়। শুধু ম্যাচ নয় এই বিক্ষোভে পাকিস্তানের রাজধানীর সব কাজ একপ্রকার বন্ধ হয়ে যায়। যার ফলে ইমরানের সমর্থক এবং ফেডারেল সরকারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং শহর জুড়ে অরাজকতা ছড়ায়। ক্রিকেট সিরিজের কথা বলতে গেলে, পিসিবি চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এই বিষয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম ৫০ ওভারের ম্যাচ ১০৮ রানে জিতে নিয়েছে পাকিস্তান। আগের দুই ম্যাচের প্রথম শ্রেণির সিরিজও ১-০ ব্যবধানে জিতেছিল তারা।