দিল্লি, ২৬ নভেম্বর: ইমরান খানের (Imran Khan) পিটিআই-এর (PTI) সমর্থকদের দেখলেই গুলি চালানো হোক। পিটিআই সমর্থকদের মিছিল দেখলে, তাঁদের যাতে কোনওভাবে রেয়াত করা না হয়, সে বিষয়েে নির্দেশ দিল পাকিস্তান (Pakistan) সরকার। সোমবার ইমরান খানের দল পিটিআইয়ের কয়েক হাজার কর্মী, সমর্থক মিছিল নিয়ে বের হন। ইসলামাবাদের দিকে পিটিআইয়ের কর্মী, সমর্থকরা অগ্রসর হলে, তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই সঙ্গে পুলিশ কাঁদানে গ্যাসের সেলও ফাঁটাতে শুরু করে। ফলে পরপর ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ জনই প্রশানের কর্মী। রয়েছেন একজন বিক্ষোভকারীও। ফলে সোমবার কার্যত ঘোরালো হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। পিটিআই সমর্থকদের মিছিলের জেরে উত্তেজনা ছড়াতে শুরু করলে, পাকিস্তানের শেহবাজ শরিফ সরকারের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের দেখলে, 'স্যুট অ্যাট সাইট' অর্থাৎ দেখলেই গুলি করার নির্দেশে দেওয়া হয়েছে বলে খবর।
ইমরান খানকে শিগগিরই জেল থেকে মুক্ত করতে হবে। সোমবার পিটিআই সমর্থকদের এমন দাবিতে যখন ইসলামাবাদ উত্তপ্ত হয়ে ওঠে, সেই সময় শেহবাজ শরিফ সরকার স্যুট অ্যাট সাইটের নির্দেশ দেয়।