RCB vs SRH: আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, দেখে নিন সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট ও পরিসংখ্যান
RCB vs SRH

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2020) প্রথম এলিমিনেটর ম্যাচে আজ সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে (Sheikh Zayed Cricket Stadium) হবে এই ম্যাচ। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন এসআরএইচ ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে - শেষ তিন ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালস, আরসিবি এবং তারপরে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে।

অন্যদিকে আরসিবির দুর্দান্ত শুরু করেও পিছিয়ে পড়ে টুর্নামেন্টে। তবে, নেট রান রেটের ভালো থাকাতে তারাও প্লে অফে জায়গা নিশ্চিত করেছে। আরসিবি যদিও এই ম্যাচটি ফেভারিট হিসাবে বিবেচনা করবে। এন্যদিকে শারজায় আগের ম্যাচে ১০ উইকেটে মুম্বইয়ে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে হায়দারাবাদ। আরসিবি অধিনায়ক কোহলি, দেবদূত পাদিক্কাল এবং এবি ডি ভিলিয়ার্স ফর্মে থাকলেও হায়দরাবাদের বোলারদের মুখোমুখি হওয়া সহজ হবে না।

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: দেবদূত পাদিক্কাল, জোশুয়া ফিলিপ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গুরুকিরাত মান, ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিস, ইসুরু উদানা, নবদীপ সায়নী / উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।

সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, ঋদ্ধিমান সাহা, মণীশ পান্ডে, কেন উইলিয়ামসন, জেসন হোল্ডার, শাহবাজ নাদিম, বিজয় শংকর, আবদুল সামাদ, রশিদ খান, সন্দীপ শর্মা, টি নটরাজন।

পিচ রিপোর্ট: আবুধাবির পিচ প্রতিযোগিতার প্রথম থেকেই ব্যাটিং সহায়ক। পেসাররা নতুন বলে সুবিধা আদায় করতে পারেন। শিশিরের কারণে পরে ব্যাট করা ভালো সিদ্ধান্ত হবে।

পরিসংখ্যান: এর আগে দুই দল ১৫ বার মুখোমুখি হয়েছে। আরসিবি জিতেছে ৭বার। ৮ বার জিতেছে হায়দরাবাদ।