Representational Image (Photo Credit: IANS)

অভিযোগ, এক জওয়ানের নাবালক ছেলে তাঁকে লাগাতার ধর্ষণ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বিএসএফ আবাসনে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও সেও একজন নাবালক। জানা যাচ্ছে, নির্যাতিতাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষ করেছে অভিযুক্ত। আর এই ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁর কয়েকজন বন্ধুও রয়েছে বলে অনুমান পুলিশ। তাঁদের খোঁজে ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ। অন্যদিকে নাবালকের বাবা-মায়ের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তাঁরা ফোন ধরছেন না।

বান্ধবীর বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিলেন নাবালিকা

অভিযোগ, গত মঙ্গলবার বিকেলে পরীক্ষা দিয়ে এসে ধূপগুড়ির বাসিন্দা একাদশ শ্রেণির ওই নাবালিকা বাড়িতে জানায় রাতে সে বান্ধবীর বাড়িতে থাকবে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর কোনও ফোন আসেনি। আচমকাই বুধবার রাতের দিকে ফোন আসে যে সে নাকি বিএসএফ ক্যাম্পে আটক রয়েছেন। এরপরেই পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুজি শুরু করে। গভীর রাতে ক্যাম্পে পুলিশ গিয়েও খোঁজাখুজি করে, তখনও উদ্ধার হয়নি। বুধবারও সারাদিন তল্লাশি অভিযান চলে। অবশেষে বৃহস্পতিবার সকালে ৮৪টি ফ্ল্যাট খুঁজে উদ্ধার হয় নির্যাতিতা।

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার এক

জানা যাচ্ছে মোবাইলের লোকেশন ট্র্যাক করে প্রত্যেকটি ফ্ল্যাটে চিরুনি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নাবালিকাকে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় নাবালক যুবককে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, দুজনেই পূর্ব পরিচিত ছিলেন। এমনকী নাবালিকাকে বাইকে করে নিয়েও এসেছিল যুবক। অভিযোগ, তাঁকে মাদক খাইয়ে অচৈতন্য করে লাগাতার ধর্ষণ করে যুবক। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।