কানপুরে (Kanpur Test) অবিশ্বাস্য টেস্ট জয় টিম ইন্ডিয়ার। ১৭৩ ওভার বা দু দিনেরও কম সময়ের ক্রিকেট খেলেই কানপুর টেস্টে জিতল টিম ইন্ডিয়া। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-০ টেস্ট সিরিজ জিতে নিলেন রোহিত শর্মা-রা। আগামী বছর লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার বিষয়ে আরও এক ধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। বৃষ্টি আর ভিজে মাঠের কারণে টেস্টের প্রথম তিনটে তিনে মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পরেও বাংলাদেশকে প্রায় একটা গোটা সেশনে হাতে রেখে হারল টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে ৫১ রানে এগিয়ে ছিল ভারত। ফলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৬ রানে অল আউট হওয়ার পর, রোহিতদের জিততে হলে করত হত মাত্র ৯৫ রান।
চতুর্থ ইনিংসে জয়ের জন্য ৯৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭ ওভারে জিতে নিলেন রোহিত শর্মারা। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৫২ ওভার বিস্ফোরক ব্যাটিং করে ৩৮৩ রান করে জিতল টিম ইন্ডিয়া। কার্যত ড্র হতে চলা টেস্টে সাহসী ক্রিকেটের পুরস্কার পেয়ে জিতলেন রোহিতরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ইনিংস শেষ হয় মাত্র ১৪৬ রান। এদিন ৪৭ ওভারের মধ্যে নাজমুল, সাকিবদের ইনিংস বেঁধে রাখার পিছনে বড় ভূমিকা নিলেন বুমরা, অশ্বিন ও জাদেজা। তিন জনেই তিনটে করে উইকেট নিলেন। আকাশদীপ নিলেন একটি উইকেট। মাত্র ১৭ রান দিয়ে বুমরার ৩ উইকেটে স্পেলটার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বাংলাদেশের হয়ে লড়লেন শুধু মুশফিকুর রহিম (৩৭)। জাদেজার বলে শূন্য রানে আউট হন সাকিব। কানপুরে দারুণ জয় ভারতের
India secure a 2-0 series win over Bangladesh with a comprehensive win at Green Park.#WTC25 | #INDvBAN 📝: https://t.co/hC8Iwdtraj pic.twitter.com/t14NPSYx7P
— ICC (@ICC) October 1, 2024
জয়ের জন্য ৯৫ রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (৮), ও শুবমন গিল (৬) পরপর আউট হয়ে যান। বাংলাদেশের স্পিনার মেহদি হাসান মিরাজ রোহিত ও গিল-কে আউট করে ম্যাচ জমানোর মরিয়া চেষ্টা করেন। কিন্তু ৪৫ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলে যশস্বী জয়সওয়াল ২-০ সিরিজ জেতার কাজটা করে ফেলেন। বিরাট কোহলিও (২৯ অপরাজিত) ভাল খেলেন। জয় থেকে ৩ রান দূরে আউট হয়ে যান যশ্বী। বাউন্ডারি হাঁকিয়ে জেতান পন্থ (৪ অপরাজিত)। প্রথম ইনিংস ৫১ বলে ৭২ ও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির সুবাদে কানপুরে ম্যাচ সেরার পুরস্কার জেতেন যশস্বী। সিরিজ সেরার পুরস্কার পান অশ্বিন।
পাকিস্তানে গিয়ে বাবর আজমদের হোয়াইটওয়াশ করে ভারতে এসে ০-২ সিরিজ হারল বাংলাদেশ। নাজুমলরা হাড়ে হাড়ে টের পেলেন পাকিস্তান আর ভারতের মধ্যে বাইশ গজের ফারাকটা এখন আকাশ আর পাতালের মতই। তা না হলে, এভাবে টেস্ট জেতা যায়?
কানপুর টেস্টের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
বাংলাদেশ- ২৩৩, ১৪৬
ভারত- ২৮৫/৯ (ডি:), ৯৮/৩
ভারত জয়ী ৭ উইকেটে।
ভারত ২-০ সিরিজ জয়ী।
ম্যাচের সেরা- যশস্বী জয়সওয়াল। সিরিজ সেরা- অশ্বিন।
সিরিজের দু টেস্টের ফল এক নজরে
চেন্নাই: ভারত ২৮০ রানে জয়ী
কানপুর: ভারত ৩ উইকেটে জয়ী