Mumbai Indians (Photo Credit: MI/ X)

Gujarat Titans vs Mumbai Indians, IPL 2025: গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৯ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৯ মার্চ মুখোমুখি হবে জিটি বনাম এমআই (GT vs MI)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? এই দুই দলের মধ্যে কার ঝুলিতে আসবে জয় এখানে সব জানানো হল। গুজরাট টাইটানস তাদের অভিযান ভালোভাবে শুরু করলেও তবে মরসুমের প্রথম খেলাটি জিততে ব্যর্থ হয়। তারা আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে এবং তাদের প্রথম জয় নিশ্চিত করতে আগ্রহী হবে। অন্যদিকে, একইভাবে মরসুমের প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই হার ভুলে আজ তারা আহমেদাবাদে জয় দিয়ে পয়েন্ট টেবিলে খাতা খুলতে চাইবে। GT vs MI, IPL 2025 Dream11 Prediction: আজ জিটি বনাম এমআইয়ের ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের Winning Prediction

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ

আইপিএলে এখনও পর্যন্ত ৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এই ৫টি ম্যাচের মধ্যে গুজরাট টাইটান্স জিতেছে ৩ বার এবং মুম্বই ইন্ডিয়ান্স ২ বার জিতেছে। টাইটানস মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের ঘরের মাঠে সেরা। আহমেদাবাদে খেলা তিন ম্যাচের সবকটিতেই পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়েছে।

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ

সাধারণত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জেতা অধিনায়ক প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবেন। প্রথমে বোলিংয়ের জন্য এই ভেন্যু সেরা।

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী

প্রথম ইনিংস: ১৭৫-১৯৫ রান

দ্বিতীয় ইনিংস: ১৮০-২০০ রান

গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পারফরম্যান্সের ভিত্তিতে কিন্তু এমআই জিটির বিরুদ্ধে জয়ের বেশী সম্ভাবনা রাখে। এমআইয়ের দারুণ মিডল ওভারের ব্যাটিং এই ভেন্যুর জন্য সেরা। এদিকে রাশিদ খানকেও এখন আগের ফর্মে দেখা যাচ্ছে না তাই জিটির তার ওপর এত বেশী নির্ভরতা দলের ক্ষতি করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে এমআই পোস্ট-পাওয়ারপ্লেতে এই ব্যাটিংয়ের জন্য ভালো পিচ থেকে সুযোগ নিয়ে রান তাড়া করে ফেলতে পারে।

Google বলছে, আজ গুজরাট টাইটান্সের জেতার সম্ভাবনা-৪৭% এবং মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাবনা-৫৩%