চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইট পর্বের জন্য সম্প্রতি আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। তবে অদ্ভুত এক কারণে ভারতীয় সমর্থকদরা কিছুটা ভয় পেতে পারে সেটি হল ২০ জুন ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই প্রোফাইল ম্যাচে রিচার্ড কেটেলবরো (Richard Kettleborough) এবং রিচার্ড ইলিংওয়ার্থকে (Richard Illingworth) ম্যাচটি পরিচালনা করতে দেখা যাবে। যদিও উভয় আম্পায়ারই যথেষ্ট সম্মানিত ব্যক্তিত্ব, তবে উদ্বেগজনক প্রবণতার কারণ কিছুটা কুসংস্কার মুলুক, রিচার্ড কেটেলবরো যখনই আইসিসি নক-আউট ম্যাচে ভারতের হয়ে আম্পায়রিং করেন তখনই ভারত সেই ম্যাচে ব্যর্থ হয় যা ভক্তদের মনে ভয় ধরিয়ে দিয়েছে। আসলে ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল অস্ট্রেলিয়ার কাছে, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে এবং অতি সম্প্রতি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে যখন হারে তখন মাঠে উপস্থিত ছিলেন রিচার্ড কেটেলবরো। ICC T20 World Cup 2024 Super 8: এবার সুপার এইট পর্বে কোন গ্রুপে কে, ক্রীড়াসূচি, কারা ফেভারিট
দেখুন সমস্ত ম্যাচের অফিসিয়াল তালিকা
১৯ জুন : মার্কিন যুক্তরাষ্ট্র বনাম দক্ষিণ আফ্রিকা (অ্যান্টিগা)- রেফারি: রঞ্জন মাদুগালে, অন-ফিল্ড আম্পায়ার: ক্রিস গ্যাফানি ও রিচার্ড কেটেলবরো, টিভি আম্পায়ার: জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার: ল্যাংটন রুসেরে।
১৯ জুন : ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ (সেন্ট লুসিয়া)- রেফারি: জেফ ক্রো, অন ফিল্ড আম্পায়ার: নিতিন মেনন ও আহসান রাজা, টিভি আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ, চতুর্থ আম্পায়ার: ক্রিস ব্রাউন।
২০ জুন : আফগানিস্তান বনাম ভারত (বার্বাডোজ)- রেফারি: ডেভিড বুন, অন-ফিল্ড আম্পায়ার: রডনি টাকার ও পল রেইফেল, টিভি আম্পায়ার: আল্লাহুদ্দিন পালেকার, চতুর্থ আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ।
২০ জুন : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (অ্যান্টিগা)- রেফারি: রিচি রিচার্ডসন, অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ, টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা, চতুর্থ আম্পায়ার: আদ্রিয়ান হলস্টক।
২১ জুন : ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (সেন্ট লুসিয়া)- রেফারি: জেফ ক্রো, অন-ফিল্ড আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ক্রিস ব্রাউন,
টিভি আম্পায়ার: জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার: ক্রিস গ্যাফানি।
২১ জুন : মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ওয়েস্ট ইন্ডিজ (বার্বাডোজ)- রেফারি: ডেভিড বুন, অন ফিল্ড আম্পায়ার: পল রাইফেল ও আল্লাহুদ্দিন পালেকার,
টিভি আম্পায়ার: রডনি টাকার, চতুর্থ আম্পায়ার: অ্যালেক্স ওয়ার্ফ।
২২ জুন : ভারত বনাম বাংলাদেশ (অ্যান্টিগা)- রেফারি: রঞ্জন মাদুগালে, অন-ফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক, টিভি আম্পায়ার: ল্যাংটন রুসেরে, চতুর্থ আম্পায়ার: রিচার্ড কেটেলবরা।
২২ জুন : আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া (সেন্ট ভিনসেন্ট)- রেফারি: রিচি রিচার্ডসন, অনফিল্ড আম্পায়ার: কুমার ধর্মসেনা ও আহসান রাজা, টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ, চতুর্থ আম্পায়ার: নীতিন মেনন।
২৩ জুন : মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ইংল্যান্ড (বার্বাডোজ)- রেফারি: ডেভিড বুন, অন-ফিল্ড আম্পায়ার: ক্রিস গাফানি ও জোয়েল উইলসন, টিভি আম্পায়ার: পল রেইফেল, চতুর্থ আম্পায়ার: আল্লাহুদিন পালেকার।
জুন ২৩: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা (অ্যান্টিগা)- রেফারি: রঞ্জন মাদুগালে, অন-ফিল্ড আম্পায়ার: রডনি টাকার ও অ্যালেক্স ওয়ার্ফ, টিভি আম্পায়ার: ক্রিস ব্রাউন, চতুর্থ আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ।
২৪ জুন : অস্ট্রেলিয়া বনাম ভারত (সেন্ট লুসিয়া)- রেফারি: জেফ ক্রো, অন-ফিল্ড আম্পায়ার: রিচার্ড কেটেলবরা ও রিচার্ড ইলিংওয়ার্থ, টিভি আম্পায়ার: মাইকেল গফ, চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা।
২৪ জুন : আফগানিস্তান বনাম বাংলাদেশ (সেন্ট ভিনসেন্ট)- রেফারি: রিচি রিচার্ডসন, অন-ফিল্ড আম্পায়ার: ল্যাংটন রুসেরে ও নিতিন মেনন, টিভি আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার: আহসান রাজা।