সম্প্রতি পাকিস্তান ক্রিকেটের (Pakistan Cricket) জন্য বড় ধরনের লজ্জার রিপোর্টে উঠে এসেছে, যেখানে জানা গিয়েছে গত চার মাস ধরে মহিলা ও পুরুষ দল তাদের বেতন এখনও পাননি। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা। বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারিয়ে অভিযান শুরু করেছে তারা। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ২৩ মাসের চুক্তিতে আবদ্ধ খেলোয়াড়রা ২০২৪ সালের জুন থেকে বেতন পাচ্ছেন না। এই চুক্তি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত চলার কথা ছিল, প্রথম বছরের শেষে একটি রিভিউ পরিকল্পনা করা হয়েছিল, তবে কোনও আপডেট জানানো হয়নি। পিসিবির এক প্রতিনিধি ক্রিকেট ওয়েবসাইটকে বলেন, 'কাজ এগোচ্ছে। তালিকা চূড়ান্ত ও অনুমোদন পেলেই ২০২৪ সালের ১ জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে।' Usman Qadir Retires: মাত্র ৩১ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর পাক স্পিনার আব্দুল কাদিরের পুত্র উসমানের
পিসিবির নীতি অনুযায়ী, অনুশীলন ক্যাম্প চলাকালে থাকা-খাওয়ার ব্যবস্থা করলে খেলোয়াড়রা দৈনিক ভাতা পান না। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের আগে ১ সেপ্টেম্বর থেকে মুলতানে শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পে ভাতা থেকে বঞ্চিত হন মহিলা ক্রিকেটাররা। এর বিপরীতে একই ক্যাম্পের সাপোর্ট স্টাফদের ভাতা দেওয়া হয়। পুরুষ দলও গত চার মাস ধরে বেতন বিলম্বের মুখোমুখি হয়েছে, তবে এই বিলম্বের কারণগুলি ভিন্ন। পিসিবি বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড হওয়া সত্ত্বেও পাকিস্তানের মহিলা ক্রিকেটাররা পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সবচেয়ে কম বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকায় রয়েছে। ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের খেলোয়াড়রা নারী পুরুষ নির্বিশেষে সমান ম্যাচ ফি উপভোগ করলেও দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বিশেষ মউ সই করলেই বেতনে সমতা পায়। তবে পাকিস্তানে খেলোয়াড়দের অধিকারের পক্ষে ওকালতি করার জন্য কোনও সমিতি নেই।