এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এবার পাকিস্তান হয়তো এই টুর্নামেন্টে অংশ নেবে না বলে জানিয়েছে। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া-এর খবর অনুসারে, বিসিসিআই সচিব এবং এসিসি চেয়ারম্যান জয় শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত 'হাইব্রিড মডেল' তারা মেনে নেবে না। সম্প্রতি শাহ সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন এবং প্রস্তাব দেন যে টুর্নামেন্টটি একটি ভেন্যুতে, বিশেষ করে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। পিসিবি একটি হাইব্রিড মডেল প্রস্তাব করেছিল, যার অধীনে টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ে গ্রুপ পর্বের প্রাথমিক চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারতের ম্যাচ ও ফাইনালসহ পরের পর্বের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে নেপালের বিপক্ষে ঘরের মাঠে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে পাকিস্তান। একই সঙ্গে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তানও খেলবে। পিসিবি দুবাইকে একটি হাইব্রিড কাঠামোর মধ্যে একটি পছন্দের নিরপেক্ষ অবস্থান হিসাবে মনোনীত করেছিল।
The PCB, as the designated hosts, will have to comply and play in Sri Lanka or withdraw from the tournament
Read more: https://t.co/zgQjHiBOAr#AsiaCup #Pakistan pic.twitter.com/kpZ8aec2GY
— Cricket Pakistan (@cricketpakcompk) June 1, 2023
প্রতিবেদনে আরও বলা হয়, এসিসির পরবর্তী নির্বাহী বোর্ডের বৈঠকে পাকিস্তানকে জানানো হবে যে অংশগ্রহণকারী অন্য সব দেশ শ্রীলঙ্কায় খেলতে সম্মত হয়েছে। নির্ধারিত আয়োজক হিসেবে পিসিবিকে তা মেনে শ্রীলঙ্কায় খেলতে হবে অথবা নাম প্রত্যাহার করে নিতে হবে। সেক্ষেত্রে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান চারটি দল অংশ নেবে এশিয়া কাপে। ভারতের পাকিস্তান সফর না করা এবং হাইব্রিড মডেল মেনে না নেওয়া পাকিস্তানকে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর দিকে ঠেলে দিতে পারে। জানা গেছে, পিসিবি আইসিসি কর্মকর্তাদের জানিয়েছে, বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নির্ভর করছে সরকারি ছাড়পত্রের ওপর।