Neeraj Chopra (Photo Credit: ANI/Twitter)

টোকিও-র পর প্যারিস অলিম্পিকেও সোনা জয়ের দিকে এগোলেন ভারতের মহাতারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। কোয়ালিফিকেশনের প্রথম থ্রো-তেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন নীরজ। কোয়ালিফিকেশনের প্রথম থ্রো-তেই ফাইনালের টিকিট নিশ্চিত করেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ৮৪ মিটার বা তার বেশী জ্য়াভলিন ছুঁড়লেই ফাইনালে খেলা যাবে, এমন শর্তে নেমে নীরজ প্রথম চেষ্টায় ছুড়লেন ৮৯.৩৪ মিটার। তাই নিশ্চিত হল নীরজের সোনা জয়ের রাউন্ডে নামার টিকিট। কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে থেকেই ফাইনালে উঠলেন নীরজ।

নিজের সেরা পারফরম্যান্সটাই এদিন তুলে ধরলেন নীরজ। তিনি এখনও ৯০ মিটারের গণ্ডি ছাড়াতে না পারলেও,পাকিস্তানের আর্শাদ নাদিম সহ মোট ৪ জন সেটা করে দেখিয়েছেন। কিন্তু এদিন কোয়ালিফিকেশন রাউন্ডে কেউই নীরজকে ছাপিয়ে গেলেন। ৮৯ মিটারে দূরত্ব ছাড়াতে পারলেন শুধু নীরজ-ই। যেখানে টোকিও অলিম্পিকের ফাইনালে নীরজ ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন।

এখন বিশ্ব জ্যাভলিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেসিচ ছুঁড়লেন ৮৮.৬৫ মিটার। আর ৯৪ মিটার জ্য়াভলিন ছুঁড়ে একবার বিশ্বরেকর্ড গড়া গ্রেনেডার পেটার্স অ্যান্ডারসন এদিন কোয়ালিফিকেশনে রাউন্ডে ছুঁড়লেন ৮৮.৬৩ মিটার। নীরজের অন্যতম প্রধান প্রতিপক্ষ পাকিস্তানের আর্শাদ নাদিম ৮৬.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে ফাইনালে খেলা নিশ্চিত করলেন। সব মিলিয়ে বৃহস্পতিবার জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে নীরজ-ই যে টোকিও-র পর প্য়ারিসে সোনা জয়ের ব্যাপারে ফেভারিট সে কথা বিশেষজ্ঞরা বলছেন। কারণ অলিম্পিক ফাইনালে ব্যক্তিগত সেরা নজিরের চেয়ে অনেক বেশী কাজে লাগে ধারাবাহিকতা। নীরজ যেটা গত কয়েক বছর ধরে প্রমাণ করে চলেছেন।

প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো-য়ের ফাইনালিস্টরা

১) নীরজ চোপড়া (ভারত): ৮৯.৩৪ মিটার

২) জাকুব ভাদলেসিচ (চেক প্রজাতন্ত্র):৮৮.৬৫ মিটার

৩) পেটার্স অ্যান্ডারসন (গ্রেনেডা): ৮৮.৬৩ মিটার

৪) জুলিয়ান ওয়েবার (জার্মানি): ৮৮.৩৭ মিটার

৫) আর্শাদ নাদিম (পাকিস্তান): ৮৬.৫৯ মিটার

৬) জুলিয়াস ইয়েগো (কেনিয়া): ৮৫.৯৭ মিটার

৭) মৌরিসিও লুইস দি সিলভা (ব্রাজিল): ৮৫.৯১ মিটার

৮) অলিভার হেল্যান্ডার (ফিনল্যান্ড): ৮৫.৭৫ মিটার

৯) টোনি কেরেনেন (ফিনল্যান্ড) : ৮৫.২৭ মিটার

১০) কেশোরন ওয়ালকট (ত্রিনিদাদ) : ৮৫.২২ মিটার

১১) লাস্সি এতেলাতালো (ফিনল্যান্ড): ৮৪.৬৭ মিটার

১২) আদ্রিয়ান মারদারে (মালদোভা): ৮৪.১৩ মিটার