PBKS বনাম KKR Live Streaming, IPL 2025: একটু পরেই শুরু হবে শাহরুখ খান বনাম প্রীত জিন্টার দলের লড়াই। আজ, আইপিএলে (IPL 2025) পয়লা বৈশাখী ডার্বি। নিউ চণ্ডিগড়ের মুল্লানপুরে মুখোমুখি পঞ্জাব সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। গতবার কলকাতাকে ট্রফি এনে দেওয়া অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পঞ্জাবের নেতৃত্বে। তাই শ্রেয়স আইয়ার বনাম আজিঙ্কা রাহানের নাইটদের দ্বৈরথ এই ম্যাচকে জমিয়ে দিচ্ছে।
এতদিন আইপিএলে কলকাতা বনাম পঞ্জাব ম্যাচ হলেই বলা হত, শাহরুখ খান বনাম প্রীতি জিন্টার কথা। তবে বীর-জারা ম্য়াচের দ্বৈরথের কেন্দ্রবিন্দু বদলে গিয়েছে। গতবার নাইট রাইডার্সকে কাপ এনে দিয়ে স্বইচ্ছায় দল ছেড়েছেন শ্রেয়স আইয়ার। এরপর শ্রেয়সকে ২৬.৭৫ কোটি টাকায় দলে নেন প্রীতি জিন্টা। পরে প্রীতির দলের অধিনায়ক হন শ্রেয়স আইয়ার। কেকেআর-কে কাপ এনে দেওয়া অধিনায়ক শ্রেয়সই এবার নাইটদের প্রতিপক্ষ।
পঞ্জাব কিংস বনাম কেকেআর খেলাটি নিয়ে জরুরি কিছু কথা--
কবে, কোথায় আয়োজিত হবে পঞ্জাব কিংস বনাম নাইট রাইডার্স ম্যাচটি?
চলতি আইপিএলে পঞ্জাব কিংস বনাম নাইট রাইডার্সের মধ্যে ম্যাচটি আজ, মঙ্গলবার নিউ চণ্ডিগড়ের নব নির্মিত স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন থেকে শুরু হবে খেলাটি
সন্ধ্যা সাড়ে থেকে শুরু হবে পঞ্জাব কিংস বনাম নাইট রাইডার্সের ম্যাচটি
টিভিতে কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলাটি?
পঞ্জাব কিংস বনাম নাইট রাইডার্সের মধ্য়ে ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলাটি।
অনলাইনে কোথায় দেখা যাবে খেলাটি?
জিও হটস্টার-এর অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব, স্মার্ট টিভিতে সরাসরি খেলা দেখা যাবে খেলাটি।