আইপিএলের সৌজন্যে বিসিসিআই এখন ধনকুবের বললেও কম বলা হবে। রেকর্ড অর্থে টিভি ও ডিজিটাল স্বত্ব, স্পন্সরশিপ মানিও আসছে আকাশছোঁয়া। পুরুষদের পর মহিলাদের আইপিএল চালু হওয়ার পর তাতেও টাকার পাহাড় এসেছে। এমন সময় ঘরোয়া ক্রিকেটে অর্থ বাড়াল বোর্ড। রঞ্জি ট্রফিতে পুরস্কার মূল্য এক লাফে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হল।
রঞ্জি চ্যাম্পিয়নরা এবার থেকে পাবে ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার। যেখানে আগে রঞ্জিতে মোট পুরস্কার মূল্য ছিল ৪ কোটি টাকা, আর চ্যাম্পিয়ন দল পেত ২ কোটি। রঞ্জির পাশাপাশি পুরস্কার মূল্য বেড়েছে দলীপ ট্রফি, ইরানী কাপ, বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফিতেও। দলীপ ট্রফি ও বিজয় হাজারেতে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা। সেখানে আগে দলীপ ও বিজয় হাজারে চ্যাম্পিয়নরা এতদিন পেত ৪০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার। সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের পুরস্কার মূল্য প্রায় দ্বিগুণ হয়ে হল ৪০ লক্ষ টাকা। আরও পড়ুন-দুরন্ত সেঞ্চুরির পরেও হারলেন ভেঙ্কটেশ আইয়ার
দেখুন টুইট
BCCI announces increase in prize money for all the BCCI Domestic Tournaments.
(Source: BCCI Secretary Jay Shah's Twitter handle) pic.twitter.com/7VQsbQCpUq
— ANI (@ANI) April 16, 2023
মহিলাদের ঘরোয়া ট্রফিগুলিতও এক লাফে অনেকটা বেড়েছে পুরস্কারমূল্য। মহিলাদের সিনিয়র ওয়ানডে ট্রফিতে চ্যাম্পিয়ন দল ৬ লক্ষ টাকার পরিবর্তে এবার থেকে পাবে ৫০ লক্ষ টাকা। আর মহিলাদের টি-২০ ট্রফিতে চ্যাম্পিয়নরা ৫ লক্ষের পরিবর্তে পাবে ৪০ লক্ষ টাকা। ক দিন আগেই বোর্ড সভাপতি, সচিব সহ শীর্ষ কর্তাদের দৈনিক ভাতা অনেকটা বাড়িয়েছিল বোর্ড।