MI beats KKR. (Photo Credits: Twitter)

আইপিএলে ৫৪৭৭ দিন পর এদিন সেঞ্চুরি করলেন কলকাতা নাইট রাইডার্সের কোনও ব্যাটার। কিন্তু আরব সাগরের তীরে এত বড় তাতপর্যের একটা সেঞ্চুরি জলে চলে গেল। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫১ বলে ১০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা ভেঙ্কটেশ আইয়ারকে হারতে হল সতীর্থদের ব্যর্থতায়। মুম্বই ইন্ডিয়ন্স বনাম একা ভেঙ্কটেশ আইয়ারের লড়াইটা শেষ অবধি একপেশেই হল। কলকাতাকে ৫ উইকেটে হারিয়ে টানা দুটো ম্যাচে জিতল মুম্বই ইন্ডিয়ন্স। ১৪ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নিল মুম্বই। মুম্বই যেমন টানা দুটো ম্যাচে জিতল, তেমনটই টানা দুটো ম্যাচে হারল কলকাতা। ইডেনে সানরাইজার্সের পর এবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে পরাস্ত হলেন নীতীশ রানারা। এক সপ্তাহ আগে আমেদাবাদে শেষ ওভারে দুরন্ত জয়ের রেশ ফিকে হয়ে গেল।

জয়ের জন্য ১৮৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষাণ। ফিল্ডিং না করলেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে শুরুটা দারুণ করেন রোহিত শর্মা। তবে রোহিত (২০) আউট হয়ে গেলেও, ঝড়ো ইনিংসে আরও গতি বাড়ান ইশান কিষাণ।

দেখুন টুইট

২৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে মুম্বইয়ে রান তাড়া করার কাজটা সহজ করে দেন ইশান। তিনি আউট হওয়ার পর মুম্বইয়ের স্কোর ছিল ৭.৩ ওভারে ৮৭ রান। সেখান থেকে জিততে হলে মুম্বইকে করতে হত ৭৫ বলে ৯৯ রান, হাতে ৮ উইকেট। অধিনাকত্ব করা ফর্মে না থাকা সূর্যকুমার যাদব সেখান থেকে ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলের জয়কে নিশ্চিত করেন। সূর্যকে দারুণ সঙ্গ দেন তিলক ভর্মা (৩০)। শেষ অবধি অপরাজিত থেকে মুম্বইকে জেতান টিম ডেভিড।

মুম্বইয়ের জয়ে যখন সবাই ভূমিকা রাখলেন, তখন কেকেআর-এ শুধু যেন একাই ভেঙ্কটেশ আইয়ার খেললেন। ওয়াংখেড়ে স্লো ট্র্য়াকে দারুণ কার্যকরী হওয়ার ক্ষমতা রাখা সুনীল নারিন ৩ ওভার ৪১ রান দিয়ে কোনও উইকেট পেলেন না। উমেশ যাদব, শার্দুল ঠাকুর, লোকি ফার্গুসনরা ব্যাপক মার খেলেন। তবে নারিনদের ব্যর্থতার মাঝেই দারুণ বল করেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সূয়েশ শর্মা। রোহিত শর্মা ও তিলক ভর্মাকে আউট করেন সুয়েস।

মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে ঝড়ো ব্যাটিং করে সেঞ্চুরি করলেন আইয়ার। ৫১ বলে ১০৪ রানে আউট হন ভেঙ্কটেশ। সৌরভ গাঙ্গুলির ভক্ত কেকেআর-এর এই তারকা বাঁ হাতি ব্যাটার মারলেন ৯টা ওভার বাউন্ডারি, ৬টা বাউন্ডারি। তবে ভেঙ্কটেশ ছাড়া কেকেআর আর কোনও ব্যাটার রান পেলেন না। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে কলকাতা করে ১৮৫ রান। মানে ভেঙ্কেটশ যেখানে একাই করলেন ১০৪, সেখানে দলের বাকি ব্যাটাররা করলেন ৬৭ রান, অতিরিক্ত হিসেবে আসে ১৪ রান।

কেকেআর-এর ইনিংসে মোট ১০টা ওভার বাউন্ডারি মারা হল। তার মধ্যে ৯টাই মারেন ভেঙ্কেটশ, আর বাকি একটা আন্দ্রে রাসেল। গুরবাজ (৮) থেকে নারায়ণ জগদীশন (০), নীতীশ রানা (৫) থেকে শার্দুল ঠাকুর (১৩), রিঙ্কু সিং (১৮)-রা ব্যর্থ হলেন। শেষের দিকে অবশ্য ১১ বলে অপরাজিত ২১ রানের কার্যকরী ইনিংস খেললেন রাসেল।