Imane Khelif (Photo Credit: imane_khelif_10/ Instagram)

পার্থ প্রতিম চন্দ্র: ২০২৪ সালটা খেলার দুনিয়ার কাছে একেবারে দারুণ চমকপ্রদ গেল। এই বছরেই 'গ্রেটেস্ট শো অন আর্থ'গ্রীষ্মকালীন অলিম্পিক হওয়ায় ২০২৪-কে খেলার স্পেশাল বছর বলা চলে। এ বছর খেলার দুনিয়ায় জয়-পরাজয়, পয়েন্ট-খেতাব, পুরস্কার-তিরস্কারের পাশাপাশি এমন দশ ঘটনা ঘটল যা সবাইকে চমকে দিল।

দেখুন ২০২৪ সালে খেলার দুনিয়ার এমন দশ চমকপ্রদ ঘটনা--

১) ফাইনাল উঠেও ভিনেশ ফোগাটের পদক হাতছাড়া:

অলিম্পিক কুস্তির ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকের ফাইনালে উঠে নজির গড়েছিলেন হরিয়ানার 'দঙ্গল গার্ল'ভিনেশ ফোগাট। কিন্তু ফাইনালের আগে তাঁর দেহের ওজন যোগ্যতমানের চেয়ে মাত্র ১১০ গ্রাম বেশী হয়ে যাওয়ায় তিনি বাতিল হয়ে যান। সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করেও ফাইনালে উঠলেও আইনের জ্যাঁতাকলে পদক জোটেনি ভিনেশের কপালে। ফাইনালে উঠেও পদক না পাওয়া হতাশগ্রস্থ ভিনেশকে দেখে আবেগে ভেঙে পড়েছিল গোটা দেশ। পদক বাতিলের পরই হতাশায় তিনি কুস্তি ছেড়ে রাজনীতি যোগ দেন।

দেখুন ভিনেশের কান্না

২) টিম ইন্ডিয়ার ঘরের মাঠে এই প্রথম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ:

এতগুলো বছর যা হয়নি, এ বছর তাই হল। এই প্রথম দেশের মাটিতে টেস্ট সিরিজে খেলতে নেমে হোয়াইটওয়াশ বা চুনকাম, মানে সিরিজের সব কটা টেস্টেই হারল ভারতীয় ক্রিকেট দল। ১৯৩২ সাল থেকে টেস্ট ক্রিকেটে খেলা টিম ইন্ডিয়া চলতি বছর অক্টোবরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে হারে ০-৩। কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা-র দলকে কিউইরা হারায় বেঙ্গালুরু (৮ উইকেট), পুণে (১১৩ রান) ও মুম্বইয়ে (২৫ রানে)। হোয়াইটওয়াশের হারে ম্লান হয়ে যাওয়ার পর চলতি বছর টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াটাও।

টিম ইন্ডিয়ার মহালজ্জা

৩) লিঙ্গ বিতর্কে অলিম্পিক:

পুরুষ আসলে মেয়ে সেজে খেলে অলিম্পিকে সোনা জিতছে! প্যারিস অলিম্পিকে মহিলাদের ৬৬ কেজি বিভাগে সোনা জয়ী ইমানে খলিফের লিঙ্গ বিতর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়। আলজেরিয়ার বক্সার ইমানে খলিফ আসলে ছেলে, কিন্তু তিনি মেয়েদের বিভাগে খেলে সোনা জিতেছে, এমনটাই তার বিরুদ্ধে খেলা বক্সারই বলেছেন। যদিও ইমানে বারবার নিজেকে মেয়ে বলে দাবি করেছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে খেলা মহিলা বক্সাররা বলছেন, ইমানের পাঞ্চ স্টাইল থেকে আচরণ কোনওটাই মেয়েদের মত নয়। এমনকি ইমানের এক ঘুষিতে ঘায়েল হয়ে গিয়ে খেলা ছেড়ে দিয়ে কেঁদে ফেলেএক মহিলা বক্সার বলছিলেন, আমি একজন পুরষের কাছে হেরেছি। ইলন মাস্ক থেকে শুরু করে দুনিয়ার তাবড় তাবড় ব্যক্তিরাও ইমানেকে তোপ দাগেন। পরে শারীরিক পরীক্ষায় ইমানে পুরষ এমন প্রমাণ মিলেছে বলে দাবি ওঠে। তবে আইওসি এমন খবরের সত্যতা স্বীকার করেনি।

ছেলে না মেয়ে?

৪) এ কেমন উদ্বোধনী অনুষ্ঠান:

এবার স্টেডিয়ামের বাইরে বেরিয়ে এসে ঐতিহাসিক সিয়েন নদীর ধারে আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে উদ্বোধন হয়েছিল। মার্চ পাস্ট হয়েছিল নদীর জলে বোটে বা নৌকায় চড়ে। ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠানের কিছু অংশে সমলিঙ্গ বিতর্ক, থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে। সেই কারণে পরে আয়োজকদের ক্ষমাও চাইতে হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কিত অংশ

৫)  নাচতে না জেনেই অলিম্পিকে:

অলিম্পিকে এবার নতুন খেলা হিসেবে ব্রেকিং বা ব্রেক ড্যান্স-কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ব্রেক ড্যান্সের মত খেলা কী করে অলিম্পিক স্পোর্টস হয়, তা নিয়ে যখন প্যারিসে জোর আলোচনা তখনই অস্ট্রেলিয়ার ব্রেক ড্যান্সার রাচেল "রায়গুন" গান এমন হাস্যকর পারফরম্যান্স করেন যা দেখে তাজ্জব বনে যান সবাই। অজি তরুণী সেই ব্রেক ডান্সার যে পারফরম্যান্স করেন, যা দেখে পরিষ্কার হয়ে যায় তিনি এই জিনিসটার কিছুই জানেন না। অথচ তিনি একেবারে অলিম্পিকে খেলে ফেললেন। অজি ব্রেক ডান্স ফেডারেশনকে যা নিয়ে পরে ক্ষমা চাইতে হয়। ব্রেকডান্স এরপর অলিম্পিকে আর নাও খেলা হতে পারে।

দেখুন সেই বিতর্কিত ব্রেক ড্যান্সের ভিডিয়ো

৬) রাফায়েল নাদালের অবসর:

টেনিস বিশ্বকে খালি করে অবসর ঘোষণা করলেন স্পেনের কিংবদন্তী খেলোয়াড় রাফায়েল নাাদল। ২২ গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল ৩৮ বছর বয়েসে অবসর ঘোষণা করেন।

শেষ বিদায়ের মঞ্চে নাদালের চোখে জল

৭) ব্রাজিল ফুটবলের ভরাডুবি:

একটার পর একটা বিশ্বকাপে ভরাডুবি চলছিলই। ২০০৬ থেকে ২০২২-পাঁচটা বিশ্বকাপে ব্রাজিল কাপ জেতা তো দূরে থাক, ফাইনালেও উঠতে পারেনি। তার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স একেবারে হতশ্রী ছিল। কিন্তু ২০২৪ সালে ব্রাজিল ফুটবল একেবারে অন্ধকারে চলে গিয়েছে। নেইমারের চোট, ক্লাব ফুটবলে বড় তারকা ফুটবলাররা দেশের জার্সিতে সেরাটা না দেওয়া, স্থায়ী কোচ নিয়ে টালবাহানা সহ বেশ কিছু কারণ ব্রাজিল এখন লাতিন আমেরিকায় সেরা চার দেশের মধ্যে নেই। চলতি বছর কোপায় ব্রাজিলের পারফরম্যান্স দেখে সবার হাত কপালে উঠেছে। এ কোন ব্রাজিল! বিশ্বকাপের যোগ্যতাপর্বে চলতি বছর একটা সময় জিততেই ভুলে গিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের যোগ্যতাপর্বে ১২টা-র মধ্যে মাত্র ৫টি-তে জিতে ব্রাজিল এখন লিগ তালিকার পাঁচ নম্বরে আছে।

ব্রাজিলের ভরাডুবি

 

৮) অলিম্পিকের ব্যক্তিগত বিভাগে পাকিস্তানের প্রথমবার সোনা জয়:

এই প্রথম অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত বিভাগে সোনা জিতল পাকিস্তান। প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্য়াভলিন থ্রোয়ে সোনা জেতেন পাকিস্তানের আর্শাদ নাদিম। সেখানে রুপো জেতেন টোকিও অলিম্পিকের সোনা জয়ী নীরজ চোপড়া। এর আগে পাকিস্তা শুধু দলগত খেলা হকিতেই অলিম্পিকে সোনা জিতেছিল। মানে পাকিস্তানের প্রথম ব্যক্তিগত অলিম্পিক সোনার পদকটা এল ভারতীয়কে হারিয়েই। ইমরান খানের দেশে সব খারাপের মাঝে এটা পাকিস্তানবাসীর মখে হাসি ফুচট

দেখুন ছবিতে

৯) অলিম্পিকে হিজাবে নিষেধাজ্ঞা:

ফরাসি অ্যাথলিট সোনকাম্বা সিয়ালা হিজাব পরে আসায় তাঁকে উদ্বোধনী অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি। ফরাসি ক্রীড়ামন্ত্রক থেকে মহিলাদের খেলায় হিজাব পরা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যা নিয়ে গোটা বিশ্বে ঝড় বয়ে যায়। পাশাপাশি 'ফ্রি আফগান উইমেন' লেখা জামা পরায় ব্রেকিংয়ে অংশ নেওয়া উদ্বাস্তু দলের খেলোয়াড় মানিঝা তালাশকে সাসপেন্ড করে আইওসি। কারণ অলিম্পিকে কোনও রকম রাজনৈতিক স্লোগান দেওয়া যায় না।

হিজাব বিতর্ক

১০) অজানা দেশের অবাক কীর্তি: ডোমেনিকা থেকে সেন্ট লুসিয়া। ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের একেবারে কম জনসংখ্যার ছোট্ট দুই দেশ প্যারিস অলিম্পিকের অ্যাথলেটিক্সে সোনা জেতেন। মহিলাদের ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জেতেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। আর মহিলাদের ডিসকাস থ্রোয়ে সোনা জেতেন রোজে স্টোনা।

এর পাশাপাশি এই প্রথম অলিম্পিকে পদক জিতল আলবানিয়া, কাবো ভের্দে-র মত সাধারণ মানুষের কিছুটা অজানা দেশ।