Voting. (Photo Credits:X)

কলকাতা, ১৫ অক্টোবর: আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথমবার হতে চলেছে ভোট। আগামী ১৩ নভেম্বর দেশের ৪৮টি বিধানসভা ও দুটি লোকসভা আসনের সঙ্গে বাংলার ৬টি বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচনের ভোটগ্রহণ। নৈহাটি, মেদিনীপুর সহ বাংলার যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ফলপ্রকাশ ২৩ নভেম্বর। নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, বাঁকুড়ার তালডাংরা, কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এই ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টি-তে তৃণমূল ও ১টি-তে বিজেপি ২০২১ নির্বাচনে জিতেছিল।

এই আসনগুলি খালি হয়েছে সেখানকার বিধায়করা লোকসভায় ভোট জিতে সাংসদ হওয়ায়।  তৃণমূলের পার্থ ভৌমিক (নৈহাটি বিধানসভা) , জুন মালিয়া (মেদিনীপুর বিধানসভা), অরূপ চক্রবর্তী (তালডাংরা বিধানসভা),  হাজি নুরুল ইসলাম (হাড়োয়া বিধানসভা),  জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া (সিতাই), ও বিজেপির মনোজ টিগ্গা (মাদারিহাট) সাংসদ হওয়ায় তাঁর এই সব আসনে বিধায়ক পদ ছাড়েন। আরও পড়ুন-মহারাষ্ট্রে বিধানসভায় ভোটগ্রহণ ২০ নভেম্বর , ঝাড়খণ্ডে দু দফার নির্বাচন ১৩ ও ২০ নভেম্বর , ফলপ্রকাশ ২৩ নভেম্বর

দেশের ৪৮টি বিধানসভা উপনির্বাচনের পাশাপাশি, রায়বারেলিতে জিতে রাহুল গান্ধীর পদত্যাগ করা কেরলের ওয়ানাড় ও সাংসদের মৃত্য়ুতে খালি হওয়া মহাারষ্ট্রের এক লোকসভা আসনেও উপনির্বাচন হবে  ১৩ নভেম্বর। ওই দিনেই ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ।

ক মাস আগে মানিকতলা, বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণের বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটে জেতে তৃণমূল। অথচ ক মাস আগে লোকসভায় বাগদা ও রানাঘট দক্ষিণে বিজেপি প্রার্থীদের লিড ছিল। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারের খুন ও ধর্ষণ কাণ্ডের পর সুবিচারের দাবিতে উত্তাল হয়েছে বাংলা। শাসক দলের বিরুদ্ধে দলমত নির্বিশেষে পথে নেমেছিল মানুষ। জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন এখনও চলছে। যদিও সিবিআইয়ের প্রথম চার্জশিটে কলকাতা পুলিশের ধর্ষণ ও খুন তদন্তের বিষয়টিই উঠে এসেছে।

আরজি কর কাণ্ডে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ ইএভিএমে প্রতিফলিত হয় কি না! সাধারণ মানুষের আন্দোলন থেকে তেমন সুবিধা তুলতে না পারা বিজেপি বাংলার ভোটে সুবিধা করতে পারে কি না! আরজি কর কাণ্ডে মীনাক্ষী গোস্বামীদের আন্দোলনে সিপিএম শূন্যতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে কি না। নতুন রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার দায়িত্বে এসে বঙ্গ কংগ্রেসের হাল ফেরাতে পারেন কিনা। একসঙ্গে সব প্রশ্নের একটা রূপরেখা পাওয়া যাবে ১৩ নভেম্বর হতে চলা রাজ্যের ৬টি আসনের বিধানসভা নির্বাচনে।

রাজ্যের ৬টি আসনে বিধানসভা উপনির্বাচন হবে--

১) নৈহাটি (ব্যারাকপুর লোকসভা): এখানকার বিধায়ক তথা মন্ত্রী পার্থ ভৌমিক ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছেন। বিজেপির অর্জুন সিংকে ধরাশায়ী করে পার্থ ভৌমিক এবার সংসদে যাবেন। তাই খালি হওয়া নৈহাটি বিধানসভা আসনে হবে উপনির্বাচন। তৃণমূল অনেকটা এগিয়ে থেকেই নামবে। নৈহাটি একেবারে তৃণমূলের গড়।

২) মেদিনীপুর: এখানকার বিধায়ক জুন মালিয়া এবার সাংসদ হয়েছেন। বিজেপি-র অগ্নিমিত্রা পাল-কে হারিয়ে সাংসদ হন জুন মালিয়া। তাই এবার মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচন হবে। লোকসভায় যাই হোক, গত কয়েকটি বিধানসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল সহজেই জিতছে।

৩) হাড়োয়া (উত্তর ২৪ পরগণা): এখানকার বিধায়ক গাজি নুরুল ইসলাম এখন বসিরহাটের সাংসদ হয়েছেন। এবারের লোকসভা ভোটের বিজেপি-র রেখা পাত্রকে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। বসিরহাট লোকসভার অধীনে থাকা হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের সহজ জয় পাওয়ার কথা। তিন বছর আগে হাজি নুরুল এখান থেকে জিতেছিলেন ৮১ হাজার ভোটে। দ্বিতীয় হয়েছিলেন আইএসএফের প্রার্থী। বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছিল।

৪) তালডাংরা (বাঁকুড়া): এখানকার বিধায়ক অরূপ চক্রবর্তী এবারের লোকসভায় জায়েন্ট কিলার। হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে হারাতে দিদি টিকিট দিয়েছিলেন তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী-কে। দিদির আস্থা রেখে বাঁকুড়ায় ৩২ হাজার ভোটে জেতেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। তাই খালি হওয়া তালডাংরা বিধানসভা আসনে হবে উপনির্বাচন। তিন বছর আগে তালডাংরা বিধানসভায় ১৩ হাজার ভোটে জিতেছিলেন অরূপ। সুভাষ সরকারের হারের পর বামেরা এখানে তাদের হারানো ভোট ব্যাঙ্ক ফিরে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সেটা হয় কি না তকা বোঝা যাবে তালডাংরা উপনির্বাচনে।

৫) সিতাই (কোচবিহার): এবার লোকসভা ভোটে জায়েন্ট কিলারের তকমা পেয়েছেন তৃণমূলের জগদীশ বসুনিয়া। ২০২ বিধানসভা ভোটে সিতাই থেকে তৃণমূলের হয়ে দাঁড়িয়ে দারুণ জয় পেয়েছিলেন জগদীশ। অমিত শাহ-র ডেপুটি তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতীশ প্রামাণিক-কে হারাতে জগদীশকে টিকিট দিয়েছিলেন দিদি। মমতার সেই বিশ্বাসে দারুণভাবে রকাখতে পেরে জিতেছেন জগদীশ। সিতাই কেন্দ্রটি খালি হওয়ায় এখানে উপনির্বাচন। কোচবিহারে তৃণমূলের সবচেয়ে ভরসার জায়গা হিসেবে ধরা হয় সিতাই-কে।

৬) মাদারিহাট (আলিপুরদুয়ার): এখানকার বিধায়ক মনোজ টিগ্গা এবার আলিপুরদুয়ারে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছেন। জন বার্লা-কে সরিয়ে এবার মনোজ টিগ্গা-কে টিকিট দেয় বিজেপি। তৃণমূলের প্রকাশ চিক বারিককে ৭৫ হাজার ভোটে হারান টিগ্গা। এবার টিগ্গার ছেড়ে যাওয়ায় মাদারিহাট বিধানসভায় হবে উপনির্বাচন। গত বিধানসভায় দিদি ঝড়ের মাঝেও বিজেপি এখানে জিতেছিল প্রায় ৩০ হাজার ভোটে। এই বিধানসভায় কখনও তৃণমূল জিততে পারেনি। দিদি বিরোধী এই বিধানসভার উপনির্বাচনে জোড়া ফুল ফোটে কি না সেটাই দেখার।ন