নয়া দিল্লি, ১৫ অক্টোবর: মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের ( Maharashtra Assembly Election 2024) মোট ২৮৮টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে এক দফায়, ২০ নভেম্বর। অন্যদিকে, পূর্ব ভারতের রাজ্যে ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনে (Jharkhand Assembly Election 2024 ) ভোটগ্রহণ হবে দু দফায়, ১৩ ও ২০ নভেম্বর। ভোটের তিনটি দিনই বুধবার। দুই রাজ্যের ভোটগণনা ও ফলপ্রকাশ একই দিনে, ২৩ নভেম্বর, শনিবার।
হরিয়ানা, জম্মু-কাশ্মীরের ভোটপর্ব মিটতেই এবার বিধানসভা ভোটের পালা মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে। মহারাষ্ট্রে এখন ক্ষমতায় এনডিএ সরকার। ঝাড়খণ্ডে সেখানে ক্ষমতায় আছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার INDIA সরকার। ক দিন আগে হরিয়ানায় অপ্রত্যাশিতভাবে বিধানসভায় জয়ের পর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মানসিক দিক থেকে এগিয়ে আছে। তবে লোকসভা ভোটে তাদের পালে হাওয়া আছে দাবি করে বড় ধাক্কা খেয়েছিল বিজেপি। লোকসভার ফলের ভিত্তিতে মহারাষ্ট্রে এখন এক নম্বর দল কংগ্রেস।
মহারাষ্ট্রে ভোট এক দফায়, ২০ নভেম্বর ভোটগ্রহণ
Maharashtra to vote in a single phase on 20th November. Counting of votes on 23rd November.#MaharashtraElection2024 pic.twitter.com/U48nySwK41
— ANI (@ANI) October 15, 2024
তবে হরিয়ানায় দেখা গিয়েছিল লোকসভায় ভাল ফল করেও বিধানসভায় বিপর্যয় হয়েছিল হাত শিবিরের। মারাঠা ভূমে তেমনটা যাতে না হয় তার জন্য কার্যত আদাজল খেয়ে নেমেছে কংগ্রেস। মহারাষ্ট্রের নির্বাচন ঠিক করে দেবে দেশের রাজনীতির জল কোন দিকে গড়ায়।
ঝাড়খণ্ডে দু দফায় ভোটগ্রহণ ১৩ ও ২০ নভেম্বর
Jharkhand to vote in two phases - on 13th November and 20th November. Counting of votes on 23rd November.#JharkhandElection2024 pic.twitter.com/JlCJRgHLD2
— ANI (@ANI) October 15, 2024
২০১৯ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল:
মোট আসন: ২৮৮
বিজেপি জয়ী: ১০৫
শিবসেনা জয়ী: ৫৬
কংগ্রেস জয়ী: ৪৪
এনসিপি জয়ী: ৫৮
অন্যান্যরা জয়ী-২৯টি
২০১৯ ঝাড়খণ্ড বিধানসভার ফল:
মোট আসন:
ইউপিএ জয়ী: ৪৬
(জেএমএম জয়ী: ৩০
কংগ্রেস জয়ী: ১৬)
এনডিএ জয়ী: ২৭
(বিজেপি জয়ী: ২৫
এজিএসইউ জয়ী: ২)
জেভিএমভি জয়ী: ৩
মারাঠা ভূমে রাজনৈতিক পরিস্থিতি খুবই জটিল। এবার বলিউডের রাজ্যের বিধানসভা ভোটে চতুর্মুখী লড়াই। তবে মূল পক্ষ দুটি। একদিকে- বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে) ও এনসিপি (অজিত পাওয়ার)। অন্যদিকে- কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপি (শরদ পাওয়ার)। তবে দুটি শিবিরেই আসন ভাগভাগি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। রয়েছে নিজেদের দলের মধ্যে অন্তর্কলহও। ক মাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে জোর ধাক্কা খায় বিজেপি। কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় বিজেপির হাত ধরা অজিত পাওয়ারের এনসিপিও। একনাথ শিন্ডের শিবসেনাও পিছিয়ে পড়ে উদ্ধব ঠাকরের এনসিপি-র কাছে। ভোটে ধাক্কা খাওয়ার পর মহিলাদের মাসিক ভাতা সহ বেশ কয়েকটি জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করে মহারাষ্ট্র বিধানসভায় জিততে মরিয়া এনডিএ জোট।