রহস্যজনকভাবে রেললাইন থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের ধনেখালি হল্ট স্টেশন (Dhaniakhali Halt Station) থেকে কিছুটা দূরে। নিহতের পকেট থেকে যে নথি উদ্ধার হয়েছে, তা থেকে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ মণ্ডল, বয়স ৩২ এবং তিনি গুরাপ থানা এলাকার পলাশির বাসিন্দা। এবং তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেলপুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্টেশন থেকে কিছুটা দূরেই দেহটি তাঁরা দেখতে পান। এরপর খবর দেওয়া হয় জিআরপিতে। ঘটনাস্থলে চলে আসে কামারকুণ্ডু জিআরপি। তাঁরাই এসে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে যে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু বা আত্মঘাতী হয়েছে ওই তরুণ। অন্যদিকে আবার খুনের মতো তত্ত্বও সামনে আসছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বোঝা যাবে যে এটা খুন নাকি দুর্ঘটনা।