প্রবীন শিল্পী হোক বা কোনও রাজনীতিবিদ, সমস্যায় পড়লে বরাবরই এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই মানবিকতার কারণে সমালোচকরাও নীরব হয়ে যান। সম্প্রতি তাঁর কাছে খবর যায় যে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী সুপ্রকাশ চাকি (Suprakash Chaki)। আর তারপরেই শুক্রবার শিল্পীর বাড়িতে প্রতিনিধি দল পাঠান মুখ্যমন্ত্রী। নিজে না এলেও তিনি সোনারপুরে শিল্পীর বাড়িতে পাঠান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক লাভলি মৈত্র ও রাজপুুর-সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস।

অসুস্থতার পাশাপাশি আর্থিক সমস্যাতেও ভুগছিলেন সুপ্রকাশ চাকি। ফলে তাঁকে সমস্ত সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এদিন শিল্পীর স্ত্রীয়ের হাতে তুলে দেওয়া হল ১ লক্ষ টাকার অনুদান। পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত খরচ যাতে সরকার বহন করে সেই বিষয়েও দেখা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী।  এছাড়া বিধায়ক লাভলি মৈত্র জানান, শিল্পীদের যে ভাতা দেওয়া হয় সেটা যাতে উনিও পান এবং ওনার স্ত্রী যাতে বার্ধক্য ভাতা পান সেই বিষয়ে তিনি খতিয়ে দেখবেন।