পাকিস্তানে (Pakistan) আর্থিক সঙ্কট ক্রমশ চরমে উঠছে। পাকিস্তানে আটা, ময়দার জন্য যেমন সাধারণ মানুষকে হাপিত্যেশ করে বসে থাকতে হচ্ছে, তেমনি জ্বালানি তেলের সঙ্কটও শুরু হয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের একাধিক শহরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে ইসলামাবাদের মত বড় শহরেও শুরু হয়েছে নিত্য সমস্যা। যার জেরে পাকিস্তানের মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন প্রায় প্রতি মুহূর্তে। পাকিস্তানের অবস্থা ক্রমশ সঙ্কটজনক হতে শুরু করা হয়, ইসলামাবাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে। এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থিতি সুইডেনের দূতাবাসে কোনও সাধারণ মানুষ অর্থাৎ ভিজিটর প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়।
Due to the current security situation in Islamabad, the Embassy of Sweden is closed for visitors: Sweden embassy in Pakistan pic.twitter.com/uq64Aa2zQY
— Sidhant Sibal (@sidhant) April 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)