বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে তাপমাত্রা বেড়েছিল অনেকটাই। ভোরে হালকা শিরশিরানি অনুভত হলেও, শীতের আমেজ তেমনটা পাওয়া যায়নি। তবে দক্ষিণবঙ্গে শীতের দ্বিতীয় স্পেল শুরু হতে চলেছে ২-৩ দিনেই। আবহাওয়া দফতর সূত্রের পূর্বাভাস একধাক্কায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।চলতি সপ্তাহেই ভরপুর শীতের আমেজ অনুভূত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহান্তেই দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস অবধি কমে যাবে। ভোরের দিকে কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হবে না। শনিবার এবং রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
Weather Warnings for West Bengal dated 06.12.2024
No warnings on other remaining days. pic.twitter.com/nsjHzKPN6T
— IMD Kolkata (@ImdKolkata) December 6, 2024
সকালের দিকে কুয়াশার দাপট বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং ও কালিম্পংয়ে আজ ও আগামিকাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)