ইউনুসকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মোদীর (ছবিঃFB)

নয়াদিল্লিঃ বাংলাদেশের ৫৫ তম স্বাধীনতা দিবস(Independence day of Bangladesh) উপলক্ষে সে দেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে(Muhammad Yunus) চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(PM Narendra Modi)। শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা মনে করালেন মোদী। গতকাল, ২৬ মার্চ ছিল বাংলাদেশের বাংলাদেশের ৫৫ তম স্বাধীনতা দিবস। এদিন ইউনুসকে পাঠানো শুভেচ্ছা বার্তায় মোদী বলেছেন,"আপনাকে এবং বাংলাদেশের জনগণকে বিশেষ অভিনন্দন জানাই। ঐতিহাসিক ঐক্য ও ত্যাগের প্রমাণস্বরূপ এই দিনটি , যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছে। বাংলাদেশের মুক্তিযুক্ত আজীবন আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হয়ে থাকবে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

ইউনুসকে শুভেচ্ছাবার্তা পাঠালেন মোদী

ওই চিঠিতে মোদী আরও উল্লেখ করেন, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে।" প্রসঙ্গত, জাতীয় দিবসের মাঝেই চারদিনের সফরে চিনে গিয়েহেন ইউনুস। সূত্রের খবর, দ্বিপাক্ষিক বিদেশ সফরে চিনের আগে ভারতে আসতে চেয়েছিলেন তিনি। সেই মর্মে গত ডিসেম্বরে বার্তা পাঠানো হলেও ইতিবাচক সাড়া মেলেনি দিল্লির তরফে।

 ইউনুসকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মোদীর, চিঠি দিয়ে মনে করালেন মুক্তিযুদ্ধের কথা

মোদীর পাঠানো শুভেচ্ছাবার্তা