অফিস টাইমে বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচলেন বহু যাত্রী। বৃহস্পতিবার সোনারপুর (Sonarpur) ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে রেললাইনে একটি বাইক রেখে পালিয়ে যায় দুই যুবক। যার ফলে ট্রেনের ধাক্কা লাগে ওই ফেলে যাওয়া বাইকে। খসতে খসতে বেশকিছুক্ষণ বাইকটি টেনে নিয়ে যাওয়া হয়। তারপর থামে ট্রেনটি। যদিও এই কারণে হতাহতের কোনও খবর নেই এবং সমস্ত যাত্রীই সুরক্ষিত রয়েছেন। কিন্তু এই দুর্ঘটনার জেরে প্রায় ৪০ মিনিট ব্যাহত থাকে ট্রেন পরিষেবা। যার জেরে চরম দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। বর্তমানে অবশ্য ওই লাইনে স্বাভাবিক হয় ট্রেন পরিষেবা।
রেললাইনে বাইক রেখে পালায় যুবকরা
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটে সকাল ১০:৫৮ মিনিটের ডাউন ক্যানিং লোকালের সঙ্গে। এদিন সোনারপুর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে ছিল সিগন্যাল পাওয়ার জন্য। সেই সময় সোনারপুরের মথুরাপুর ভ্যান স্ট্যান্ডের কাছে একটি বাইক নিয়ে পার হচ্ছিলেন দুই যুবক। তখনই ট্রেন সিগন্যাল পায় এবং বিদ্যাধরপুর স্টেশনের দিকে এগোতে শুরু করে। আচমকা ট্রেনের হর্ন শুনে ঘাবড়ে যায় দুই যুবক। ফলে জীবনে ঝুঁকি না নিয়ে বাইক রেললাইনে রেখেই পালিয়ে যায় তাঁরা।
স্বাভাবিক হয় পরিষেবা
এদিকে ট্রেন এসে সজোরে বাইকে ধাক্কা মারে। তারপর ব্রেক কষায় বেশকিছুক্ষণ বাইকটি ধাক্কা দিয়ে এগিয়ে যায় ট্রেন। তারপর কিছুটা গিয়ে ট্রেনটি থামে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেল আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় বাইক সরানো ও রেল পরিষেবা স্বাভাবিক করা হয়। প্রায় ৪০ মিনিট পর স্বাভাবিক হয় পরিষেবা।