মুম্বই, ২৭ মার্চ: সহ্যের সীমানা পার করে গিয়েছিল। তাইতো সৎ বাবার (Step Father)উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মেয়ে। কেটে দিলেন তার যৌনাঙ্গ। সেই সঙ্গে সৎ বাবার শরীরের একাধিক এলাকায় ছুরি দিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেন মেয়ে। যার জেরে বছর ২৪-এর কিশোরীকে পুলিশ গ্রেফতার করে। তা সত্ত্বেও তাঁর কোনও অনুতাপ নেই। শুনতে অবাক লাগলেও, মহারাষ্ট্রের নালাসোপারায় এমনই একটি ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ, নালাসোপারার (Nalasopara) বাসিন্দা রমেশ ভারতী গত ২ বছর ধরে তার সৎ মেয়েকে হেনস্থা করছিল। সেই হেনস্থা কখন জোর পূর্বক যৌন হেনস্থায় পৌঁছে যায়, তা বাড়ির লোকজন টের পাননি। ২ বছর ধরে সৎ বাবার হাতে লাগাতার যৌন হেনস্থায় বিরক্ত হয়ে যান ২৪ বছরের তরুণী। সৎ বাবার অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ওই তরুণী ছুরি নিয়ে তার উপর হামলা চালান। খণ্ডিত করে দেন সৎ বাবার যৌনাঙ্গ (Private Parts)। সেই সঙ্গে সৎ বাবার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিও (Knife) বসিয়ে দেন ওই তরুণী। প্রকাশ্যেই তিনি তাঁর সৎ বাবার উপর হামলা চালান। যার জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং প্রতিবেশীরা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে রমেশ ভারতীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে সঙ্কটজনক অবস্থায়। অন্যদিকে সৎ বাবার উপর হামলার অভিযোগে বছর ২৪-এর ওই তরুণীকেও গ্রেফতার করে পুলিশ।
দেখুন সৎ বাবার উপর কীভাবে হামলা চালান তরুণী...
वसई के नालासोपारा में सौतेला बाप रमेश भारती 24 वर्षीया सौतेली लडकी के साथ 2 वर्षों से लैंगिक अत्याचार करता था आखिरकार लडकी ने चाकू से उसका गुप्तांग काटकर गले पर कई वार किये, सौतेला बाप रमेश अस्पताल में और लडकी पुलिस गिरफ्तारी में है #संस्कार #घरदासी pic.twitter.com/ndKwqgvmlq
— RAFIQUE KAMDAR (@rafique_kamdar) March 26, 2025
সৎ বাবার অত্যাচারে অতিষ্ট তরুণী তাই নিজের কৃতকর্মের জন্য কোনও রকম অনুতপ্ত নন। উলটে সৎ বাবার যৌনাঙ্গ কেটে তিনি পাড়ায় ঘুরে, নিজের উপর হওয়া অত্যাচারের কথা প্রত্যেককে জানান।