এড়ানো গেল বড়সড় ট্রেন দুর্ঘটনা। রেললাইনের উপর শোনানো রয়েছে গ্যাস সিলিন্ডার। যা দেখতে পেয়ে দ্রুত জরুরি ব্রেক কষে পণ্যবাহী ট্রেন থামিয়ে দিলেন চালক। রবিবার সাত সকালে কানপুর থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার সময়ে ঘটে সেই ঘটনা। ভোর ৫টা ৫০ নাগাদ প্রেমপুর স্টেশন ছেড়ে বেরনোর সময়ে মালগাড়ির চালক হঠাৎই দেখতে পান একটি গ্যাস সিলিন্ডার শোয়ানো রয়েছে লাইনের উপর। তৎপরতার সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেন থামিয়ে দেন তিনি। এরপরেই খবর দেওয়া হয় রেল আধিকারিকদের দফতরে। রেলওয়ে ইন্সপেক্টর, নিরাপত্তা এবং অন্যান্য দল ঘটনাস্থলে এসে সিলিন্ডারটির পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। তাতে দেখা যায়, ৫ লিটারের সিলিন্ডারটি খালি। সেটিকে সরিয়ে দিয়ে মালগাড়ির যাওয়ার পথ করে দেওয়া হয়। কারা, কী উদ্দেশ্যে এটি করেছে তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
রেললাইনে রাখা সিলিন্ডার...
Uttar Pradesh: A goods train going from Kanpur towards Prayagraj was stopped using the emergency brakes after the driver spotted a gas cylinder lying on the tracks, at Prempur Station at 5:50 am today (September 22). Railway IOW (Inspector of work), security and other teams… pic.twitter.com/0zwohXABdt
— ANI (@ANI) September 22, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)