মধ্যপ্রদেশের ইন্দোরে কুকুর নিয়ে বিবাদের জেরে চলল গুলি। গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে ইন্দোরের এডিসিপি(ADCP) অমরেন্দ্র সিং সংবাদ মাধ্যমকে জানান, যে এক ব্যক্তি তার কুকুরটিকে নিয়ে রাস্তায় হাঁটছিল, এরপরেই রাস্তার মাঝে তার কুকুরের সঙ্গে তার প্রতিবেশীর কুকুরের মারামারি হয়।এরপর সেই ঘটনার জেরে মালিকপক্ষের মধ্যে হাতাহাতিও হয় এবং ঘটনায় পাড়া প্রতিবেশীরাও সেখানে জড়ো হয়ে যায়। এর পর কুকুরটির মালিক যিনি একটি ব্যাংকে গার্ড হিসেবে কাজ করেন। সে তাঁর বাড়িতে গিয়ে বন্দুক নিয়ে এসে গুলি চালায়। এ ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৬ জন। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পর অভিযুক্ত গার্ডকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত চলছে বলে জানান অমরেন্দ্র সিং।
#WATCH | Indore, MP: " A man was walking his dog and his dog fought with his neighbour's dog and this led to scuffle between the owners, some people gathered there due to the fight. The man suddenly went to his house and brought a gun and opened fire. 2 people were killed and 6… pic.twitter.com/Np8sPmkj3c
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) August 18, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)