Ranji quarterfinal moved to Kolkata’s Eden Gardens (Photo Credit: X@airnewsalerts)

রনজির নক আউট পর্যায়ে বাংলার ক্রিকেট দল না থাকলেও ইডেনে হবে রনজির ম্যাচ।ডোমেস্টিক ক্রিকেটের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই এবং হরিয়ানার মধ্যে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভেন্যু বদলালো বিসিসিআই। জানা গেছে লাহলি থেকে ম্যাচটি সরে এসেছে কলকাতায়। বোর্ডের তরফ থেকে সেটা জানিয়েও দেওয়া হয়েছে।আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।তবে কি কারণে ভেন্যু পরিবর্তন, সেই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। তবে রোহতকের লাহলির পিচ বারেবারেই চর্চার কারণ হয়েছে। তাই বিসিসিআই চাইছে ভালো পিচে রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্য়াচগুলি ফেলতে। এই মুহূর্তে কলকাতায় আবহওয়াও বেশ ভালো। কুয়াশা বা প্রাকৃতিক কারণে ম্যাচে সময় নষ্টের আশঙ্কাও নেই।মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্কা নায়েক নিশ্চিত করেছেন যে তারা ভেন্যু পরিবর্তনের বিষয়ে বিসিসিআই থেকে নির্দেশ পেয়েছেন।

এলিট গ্রুপে ৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিল মুম্বই। ভারত অধিনায়ক রোহিত শর্মা একটি ম্যাচ খেললেও তাতে হার স্বীকার করতে হয়। অন্যদিকে এলিট সি গ্রুপে সম সংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হরিয়ানা।প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বই দলের কৃতিত্বে ৪২টি রঞ্জি শিরোপা রয়েছে। জানা গেছে  ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, অলরাউন্ডার শিবম দুবে, শার্দুল ঠাকুর এবং অধিনায়ক অজিঙ্কা রাহানের মতো তারকারা কোয়ার্টার ফাইনালে থাকবেন। হরিয়ানা দলের শিরোনামে থাকবেন সীম-বোলিং সেনসেশন অংশুল কম্বোজ। সিএবি সূত্রে জানা গিয়েছে, আজই শহরে পৌঁছে যাচ্ছেন অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদব, শিবম দুবে, অংশুল কম্বোজরা। কাল ও শুক্রবার ইডেনে প্র্যাকটিস করবেন তাঁরা।

Cricket🏏: #between defending champions Mumbai and Haryana has been moved from Lahli to Kolkata.

রঞ্জি কোয়ার্টার ফাইনালে জম্মু ও কাশ্মীর বনাম কেরল ম্যাচটি হবে পুণেতে। নাগপুরে বিদর্ভ খেলবে তামিলনাড়ুর বিরুদ্ধে। কলকাতায় মুখোমুখি হবে হরিয়ানা ও মুম্বই। রাজকোটে সৌরাষ্ট্রের প্রতিপক্ষ গুজরাত। সব ম্যাচই শুরু শনিবার।