আরজি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) দুর্নীতি মামলায় গত সপ্তাহেই নিম্ন আদালতে সমস্ত নথিপত্র জমা দিয়েছে সিবিআই। তবে এই মামলার বিচারপ্রক্রিয়ার গতি কমানোর জন্য এবার হাইকোর্টের দারস্থ হলেন সন্দীপ ঘোষের আইনজীবী। ট্রায়ালের সময়সীমা বাড়াতে গিয়ে আদালতে সন্দীপের আইনজীবী দাবি করেন, প্রায় ১৫ হাজার পাতার নথি রয়েছে, যেগুলি খতিয়ে দেখতে সময় লাগবে, তাই হাইকোর্টকে নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানিয়েছিলেন। কিন্তু এই আবেদন করতে গিয়ে কার্যত মুখ পুড়ল সন্দীপ ঘোষের। স্পষ্ট জানিয়ে দেওয়া হল নির্দেশের কোনও পরিবর্তন হবে না।
সন্দীপের আবেদনে বিরক্ত হাইকোর্ট
বুধবার সন্দীপের এই আবেদনে কার্যত বিরক্ত হয়ে ওঠেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, এই একই আবেদন এই নিয়ে দু'বার করা হল। আমরা জেনে বুঝেই ওই নির্দেশ দিয়েছি। যা এখন পরিবর্তন করা কোনওভাবেই সম্ভব নয়। এর থেকে ভালো নিম্ন আদালতে গিয়ে আপনারা ট্রায়ালে সহযোগীতা করুন।
সন্দীপের আইনজীবীর যুক্তি
এর আগে গত ৩১ জানুয়ারি আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সময়সীমা বাড়ানোর জন্য হাইকোর্টে আবেদন করেছিল সন্দীপের আইনজীবী। সেই সময় নিম্ন আদালতের বিচারপতি ভর্ৎসনা করেছিলেন তাঁদের। আইনজীবীর যুক্তি ছিল, এত কম সময়ের মধ্যে সমস্ত নথি পড়ার সুযোগ থাকবে না এবং অভিযুক্ত নিজের বক্তব্য পেশ করার সুযোগ পাবেন না।