রিল, রিল, রিল। ভাইরাল ইনস্টা রিল। ইনস্টাগ্রাম, শর্ট ভিডিয়োর যুগে আধুনিক প্রজন্ম এখন ভাইরাল রিল কনটন্টের সন্ধানে। ইনস্টাগ্রাম রিল ভাইরাল হওয়া সেরা তিনটো উপায় হল যৌনতা, কমেডি আর ঝুঁকি আরও ঝুঁকি। সেই ঝুঁকি আরও ঝুঁকি মানে 'ডর কে আগে জিত হ্যায়'-র স্টান্ট দেখিয়ে রিল ভাইরাল করার জন্য অবাক কাণ্ড করল দুই তরুণ। গুজরটারে মুন্দ্রার কচ্ছের এক নদীর গভীর জলে ইচ্ছাকৃতভাবে তাদের দামি দুটি থর গাড়িটি ভাসিয়ে দিল দুই তরুণ। তারপর চলল উদ্ধারের 'রিয়েল লাইফ ডেয়ারডেভিল' শ্যুটিং।

দেখুন ভিডিয়ো

ভিডিয়ো কনটেন্ট ছিল-ওই নদী থেকে গাড়ি উদ্ধার করে হিরো বনে যাবেন দুই তরুণ। দুই তরুণের সত্যিকারের বিপদ বুঝে গ্রামবাসীরা নদীতে ঝাঁপ দিয়ে গাড়ি দুটিকে উদ্ধার করে যায়।

গাড়ি দুটি শেষ অবধি নদীর জল থেকে উদ্ধার করে গ্রামবাসীরা। কিন্তু পরে জানা যায় সবটাই স্টান্ট, আর রিল বানানোর জন্য 'রিয়েল শ্যুটিং'। কচ্ছ পুলিশ এই কাণ্ডের জন্য দুই তরুণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।