আজকাল টেলিভিশনে খবরের চ্যানেলগুলি দেখা দায়। দেশের জিডিপি নেমে যাচ্ছে, অর্থব্যবস্থা পড়ে যাচ্ছে, করোনায় বিধ্বস্ত লক্ষ লক্ষ মানুষ। তাতে হুঁশ নেই সংবাদমাধ্যমের (News Media)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর গত কয়েকমাস ধরে প্রাইম টাইমে চলছে। রিয়া চক্রবর্তীকে নিয়ে চলছে সংবাদমাধ্যমের কচকচানি। কঙ্গনা রানাউত বনাম মহারাষ্ট্র দর্শকদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দাবিগুলি করেই কার্তিক সাহানি নামক এক ব্যক্তি সংবাদপত্রে সংবাদমাধ্যমের মৃত্যুর বিজ্ঞাপন দিয়ে শোকবার্তা জানান এই ব্যক্তি।
ইন্টারনেটে এই বিজ্ঞাপনের ছবিটি এখন ভাইরাল। ১৯৭৫ এ জরুরী অবস্থার সময়ও এমনই একটি বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশ পেয়েছিল। তার থেকেই অনুপ্রেরণা পেয়ে এই বিজ্ঞাপন বলে জানান এই ব্যক্তি। নেটিজেনদের একটি বৃহৎ অংশ এই ছবিটি নিয়ে একমত। বর্তমান সময়ে সংবাদমাধ্যম যেভাবে পক্ষপাতিত্ব করছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ইতিমধ্যে এই পোস্টটি প্রায় ১০,০০০ জন রিটুইট করেছেন। লাইকের সংখ্যা প্রায় ৪,০০০। আরও পড়ুন, অরুণাচলের ৫ নিখোঁজ যুবককে ভারতীয় সেনার হাতে তুলে দিল চিন
Surprised, confused yet thankful that @the_hindu decided to carry my listing#MediaCircus #media #democracy #india pic.twitter.com/raeTnlSWbJ
— Kartik Sahni (@kartiksahni) September 11, 2020
Brilliant!! reminds me of this death notice in the Times of India in June 1975
It says,
D'OCracy - D.E.M., beloved husband of T. Ruth, loving father of L.I. Bertie, brother of Faith, Hope, Justicia, expired on June 26. pic.twitter.com/OTjzIk1tCL
— JayEnAar (@GorwayGlobal) September 11, 2020
১৯৭৫ এর জরুরী অবস্থার সময় ঠিক এমনই একটি বিগ্যপন দেওয়া হয়। ২২ শব্দের বিজ্ঞাপনে। ডেমোক্রাসির মৃত্যু প্রসঙ্গে এই শোকবার্তাটি দেওয়া হয়। জুন ১৯৭৫-এ টাইমস অফ ইন্ডিয়া ছেপেছিল। সেই দিন যেন বার ফিরে এল। বর্তমানে সংবাদমাধ্যম বড়সড় পক্ষপাতিত্ব ও ভুয়ো খবর ছড়ানোর প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। তাই মিডিয়ার মৃত্যুকে সমর্থন জানাচ্ছেন নেটিজেনরা।