Heart Attack Caught on Camera in Indore (Photo Credits: X)

ইন্দোর, ১৫ এপ্রিলঃ কোভিড পরবর্তী সময়ে বেড়েছে হৃদরোগের (Heart Attack) মাত্রা। বিভিন্ন সময়ে বিভিন্ন সমীক্ষায় দাবি করা হয়েছে, কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে বেড়েছে হৃদরোগের ঝুঁকি। তরুণ প্রজন্মের উপর বেশি পড়েছে সেই প্রভাব। হৃদরোগের কামড়ে এবার চলে গেলেন বছর ৪২-এর এক ব্যক্তি। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে এক কারখানায় কর্মরত শ্রমিক আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যান। কারখানার অন্যান্য কর্মীরা তৎক্ষণাৎ তাঁকে তুলে কাছের হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই ব্যক্তিকে দেখা মৃত বলে জানিয়ে দেন। কর্মীর হৃদরোগ আক্রান্ত হওয়ার মুহূর্তটি কারখানার সিসিটিভি (CCTV) ক্যামেরায় ধরা পড়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার, ইন্দোরের (Indore) সানওয়ার রোডের কাছে অবস্থিত একটি কারখানায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, কারখানার মূল ফটকের আশেপাশে ঘোরাঘুরি করছেন কমলেশ লোধি নামের ওই কর্মী। সবে মাত্র কাজ শেষ করেছিলেন তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ি ফেরার। এমন সময়ে আচমকাই মেঝেতে লুটিয়ে পরেন তিনি। তড়িঘড়ি ছুটে আসেন কারখানার নিরাপত্তারক্ষীরা। তারাই কমলেশকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু কোন লাভ হল না। হৃদরোগের মারণ কামড়ে চলে গেলেন কমলেশ।

হৃদরোগ আক্রান্ত হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দিঃ