Photo Credit_Latestlymedia.com

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করতে সারা বিশ্বব্যাপী পর্যটন ব্যবসার প্রসার ঘটেছিল। ঠিক তখনই পর্যটনের সাথে সম্পর্কিত নানান প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং ভোক্তা শ্রেণীর সমন্বয়ে গড়ে ওঠে আইইউওটিও অর্থাৎ আন্তর্জাতিক ভ্রমণ বিষয়ক সংস্থা। এই সংস্থার মাধ্যমে বিশ্বব্যাপী পর্যটন ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়ন জোরদার করা হয়। জাতি সংঘের বিশ্ব পর্যটন সংস্থার তত্ত্বাবধানে প্রতিবছর সারা বিশ্ব জুড়ে এই দিবসটি পালিত হয়। ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বরএই দিবস পালিত হয়ে আসছে। এর অন্যতম উদ্দেশ্য হল, পর্যটনের ভূমিকা সম্পর্কে জন সচেতনতা গড়ে তোলা। পাশাপাশি পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বিষয়গুলি বিশ্বব্যাপী মানুষের কাছে ছড়িয়ে দেওয়া।

আজকের এই দিনে দেশের কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিভিন্ন  রাজ্যের মুখ্যমন্ত্রীরা শেয়ার করলেন বিশ্ব পর্যটন দিবসের বার্তা-