প্রতি বছর ২৫ এপ্রিল পালন করা হয় জাতীয় টেলিফোন দিবস। ১৮৭৬ সালের ২৫ এপ্রিলের দিন আলেকজান্ডার গ্রাহাম বেল যোগাযোগ ব্যবস্থায় নতুন বিপ্লব ঘটিয়ে ছিলেন, প্রথম সফল কল করেছিলেন তিনি। টেলিফোন যন্ত্রের আবিষ্কারকের পাশাপাশি দ্য ফাদার অব দ্য ডেফ, অর্থাৎ বোবাদের পিতা নামেও পরিচিত আলেকজান্ডার গ্রাহাম বেল। ১৮৪৭ সালের ৩ মার্চ স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেন তিনি।

বর্তমানে বিশ্বের যেকোনও প্রান্তে অবস্থিত মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব টেলিফোনের মাধ্যমে। দূরে বসবাসকারী প্রিয়জনের সঙ্গে সংযোগ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে টেলিফোন। এই টেলিফোনের আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। এই আবিষ্কারটি একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য খুব সহজ এবং গুরুত্বপূর্ণ উপায়।

প্রথম বাণিজ্যিক টেলিফোন এক্সচেঞ্জ খোলা হয় ১৮৮৫ সালে কানেকটিকাটের নিউ হ্যাভেনে। এরপর ১৯১৫ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল এবং টমাস ওয়াটসন প্রথম আন্তঃমহাদেশীয় টেলিফোন কল করেন, যার ফলে সারা দেশে টেলিফোনের ব্যবহার ছড়িয়ে পড়ে। বর্তমান যুগে মানুষের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে টেলিফোন।