Diwali 2023: আলোর উৎসবের আর কত দিন বাকি? জেনে নিন দীপাবলি, ভাই ফোঁটা ও ধনতেরাস কবে 

কলকাতা: শারদ উৎসব শেষ, এবার আলোর উৎসবের অপেক্ষা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর কার্তিক মাসে দীপাবিলির উৎসব পালন হয়। বাংলা সহ সমগ্র ভারতে হিন্দু সম্প্রদায়ের কাছে আলোর উৎসব দীপাবলি  বিশেষ মর্যাদাপূর্ণ।

দীপাবলি

টানা পাঁচ দিন ধরে পালিত হয় দীপাবলি উৎসব। আশ্বিন বা কার্তিক মাসে দীপাবলি পালন করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি। এই বছর কালীপুজো পড়েছে ১২ নভেম্বর।

ভাই ফোঁটা 

কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে এই ভাই ফোঁটা উৎসব পালিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপন হয়ে থাকে। এবছর ভাই ফোঁটা পড়েছে ১৪ নভেম্বর, মঙ্গলবার।

ধনতেরাস

ধনতেরাস উৎসব পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালন করা হয়। এবছর ধনতেরস পড়েছে ১০ নভেম্বর। অনেকেই এই দিনটি বিশেষ শুভ বলে মনে করেন। এটি মূলত অবাঙালিদের মধ্যে এর প্রচলন থাকলেও এখন বাঙালিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই উৎসবে সোনা বা কোনও ধাতু কেনাকেই শুভ বলে মনে করা হয়।

উল্লেখ্য

ধনতেরাস ১০ নভেম্বর, শুক্রবার

কালীপুজো ১১ নভেম্বর, শনিবার

দিওয়ালি ১২ নভেম্বর, রবিবার

গোবর্ধন পুজো ১৩ নভেম্বর, সোমবার

ভাই ফোঁটা ১৫ নভেম্বর, বুধবার