![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/6-International-Dance-Day-Quote-380x214.jpg)
আজ ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস, মহান নৃত্যশিল্পী জিন-জর্জেস নাভারের জন্মদিন স্মরণে প্রতি বছর ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হয়।২৯ এপ্রিল, ১৯৮২ সালে ইউনেস্কোর আন্তর্জাতিক নাট্য সংস্থার আন্তর্জাতিক নৃত্য কমিটি ঘোষণা করে যে ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস হিসাবে পালিত হবে।
ভারতীয় সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করা হয় নৃত্যকে। আজ, কত্থক, ভরতনাট্যম, মোহিনী আট্টম, কুচিপুডি ওডিশির মতো অনেক নৃত্যের ফর্ম ভারত সহ গোটা বিশ্বে সমাদৃত।ইউনেস্কো নৃত্য শিল্পের প্রচারের জন্য এই আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্দেশ্য শুধুমাত্র বিশ্বের সমস্ত নৃত্যশিল্পীদের প্রচার করা নয় বরং সকল প্রকার নৃত্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া।
তাই লেটেস্টলি বাংলার বিশেষ আন্তর্জাতিক নৃত্য দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে আজকের বিশেষ দিনটি উদযাপন করতে পারি।
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/1-International-Dance-Day-Quote.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/2-International-Dance-Day-Quote.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/3-International-Dance-Day-Quote.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/4-International-Dance-Day-Quote.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/5-International-Dance-Day-Quote.jpg)
![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/7-International-Dance-Day-Quote.jpg)