Goutam Adani on Hindenburg reportPhoto Credit:Twitter@ANI

ধনী-দের সাপলুডোর খেলায় এবার আম্বানিকে ছাপিয়ে গেলেন আদানি। হুরুনের (Hurun India Rich List 2024) বিচারে ভারতীয়দের মধ্যে চলতি বছর সবচেয়ে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি। আদানি গ্রুপের কর্ণাধার ৬২ বছর বয়েসের গৌতম আদানির ৯৫ শতাংশ আর্থিক শ্রীবৃদ্ধি (Fortune Grow) ঘটেছে। আদানির সম্পত্তির পরিমাণ এখন ১১.৬১ লক্ষ কোটি টাকা। যেখানে ৬৭ বছরের মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০.১৪ লক্ষ কোটি টাকা। হিন্ডেনবার্গ কাণ্ডের আতঙ্ক কাটিয়ে গৌতম আদানি ঘুরে দাঁড়িয়েছেন। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানির আর্থিক শ্রীবৃদ্ধিও কিন্তু বেশ ভালই হচ্ছে।

হুরুনের সবচেয়ে ধনী প্রথম দশে থাকা তালিকায় ভারতীয়দের মধ্যে গত পাঁচ বছরে মুকেশ আম্বানির সম্পত্তির বৃদ্ধির হার সবচেয়ে বেশী। ৩ লাখ ১৪ হাজার কোটি টাকা সম্পত্তি নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছে HCL-এর কর্ণাধার শিব নাদার পরিবার। ২ লাখ ৮৯ হাজার ৮০০ কোটি রুপির সম্পত্তি নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে সিরাম ইনস্টিটিউট-য়ের পুনওয়ালা পরিবার এবং পঞ্চম স্থানে থাকা সাংভি পরিবারের মোট সম্পদ ২ লাখ ৪৯ হাজার ৯০০ কোটি টাকা। আরও পড়ুন- চম্পাই সোরেন এর ছেড়ে যাওয়া পদে রামদাসের শপথ

এই রিপোর্টে দেখা যাচ্ছে ভারতে আগের চেয়ে বেড়েছে বিলিয়নিয়ারের সংখ্যা। ভারতে এখন মোট ৩৩৪ জন বিলিয়নিয়ার আছেন। ১৩ বছর আগে যখন এই তালিকা প্রথমবার প্রকাশিত হয়, তখন দেখা গিয়েছিল ভারতে মোট ৫৬ জন বিলিয়নিয়ার আছেন। তার মানে ১৩ বছরে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা ৬ গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে প্রতি ৫ দিনে একজন বিলিয়নিয়ার বেড়েছে ভারতে!

হুরুনের বিচারে ভারতীয়দের সেরা দশ ধনীতম ব্যক্তি--

১) গৌতম আদানি (আদানি এন্টারপ্রাইজ ): ১১.৬১ লক্ষ কোটি টাকা

২) মুকেশ আম্বানি (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ): ১০.১৪ লক্ষ কোটি টাকা

৩) শিব নাদার (HCL ইন্টারপ্রাইস): ৩ লক্ষ ১০ হাজার কোটি টাকা

৪) সাইরাজ এস পুনাওয়ালা (সিরাম ইনস্টিটিউট) : ২ লক্ষ ৮৯ হাজার কোটি টাকা

৫) দিলীপ সাংভি (সান ফার্মাস্যুটিকাল) : ২ লক্ষ ৪৯ হাজার কোটি টাকা

৬) কুমার মঙ্গলাম বিড়লা (বিড়লা গ্রুপ): ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা

৭) গোপিচাঁদ হিন্দুজা (হিন্দুজা গ্রুপ) : ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা

৮) রাধাকৃষ্ণনন দামানি (ডি মার্ট-এর চেয়ারম্যান) : ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা

৯) আজিম প্রেমজি )(উইপ্রো): ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা

১০) নীরজ বাজাজ (বাজাজ গ্রুপঃ: ১ লক্ষ ৬২ হাজার কোটি টাকা