দুর্গাপুজো শেষ, বিসর্জনের ঢাকের আওয়াজ ফিকে হতেই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে দেবী লক্ষ্মীর। দুর্গাপুজো যেতে না যেতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ঘরে ঘরে । বিজয়া দশমীর ঠিক পরেই পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী আসেন গৃহস্থের ঘরে । শাস্ত্র মতে বলা হয়, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট -তাই সামান্য কিছু নিয়ম মেনে রাত জেগে লক্ষ্মী দেবীর আরাধনা করে বাঙালি।তবে এবছর কোজাগরী লক্ষ্মীপুজো কবে পালিত হবে ? পুজোর শুভ সময় বা তিথি কখন ? তা জেনে নেব আমরা -
এই বছর ২৮ অক্টোবর, শনিবার পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো । পূর্ণিমা ২৭ অক্টোবর ভোর ৩ টে ৩০ মিনিট ৫৫ সেকেন্ড থেকে পড়ছে। এবং পূর্ণিমা ছাড়বে ২৮ অক্টোবর রাত রাত ১ টা ৫১ মিনিট ১৪ সেকেন্ডে। যেহেতু এই পুজো সূর্যাস্তের পর বিশেষ পূর্ণিমা তিথিতে হয় তাই ২৮ অক্টোবর শনিবার সারাদিন ধরেই লক্ষ্মী দেবীর আরাধনা করা যাবে। মনে করা হয়, প্রদীপ জ্বালিয়ে যে ঘরে এই পুজো হবে, সেই ঘরেই মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে খোঁজ নিয়ে যান যে কে জেগে আছে। তাই ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ’? এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন সেই ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী। এবারের কোজাগরী পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণও ঘটবে। তাই এবছর শারদ পূর্ণিমায় চন্দ্র দেবতা ও মা লক্ষ্মীর পুজো একসঙ্গে করা উচিত।