দহি হান্ডি পরিচিত গোপালকলা নামেও, প্রধানত ভগবান কৃষ্ণের বিনোদনের সঙ্গে সম্পর্কিত একটি উৎসব। প্রতি বছর কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিন পালন করা হয় দহি হান্ডি উৎসব। দহি হান্ডি উৎসব উপলক্ষে দই ভর্তি মাটির পাত্র দড়িতে ঝুলিয়ে পিরামিডের আকারে একজন আরেকজনের উপর উঠে একদল গোবিন্দ সেই পাত্র ভেঙে দেয়। ২০২৪ সালের ২৬ আগস্ট পালন করা হবে কৃষ্ণ জন্মাষ্টমী (Janmashtami 2024) এবং পরের দিন ২৭ আগস্ট পালন করা হবে দহি হান্ডি উৎসব। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথিতে পালন করা হয় এই উৎসব।
দহি হান্ডির উৎসবের মাধ্যমে ঐতিহ্য ও ভগবান কৃষ্ণের শৈশবের বিনোদনগুলিকে তুলে ধরা হয়। দহি হান্ডিকে গোপাল কালার পাশাপাশি বলা হয় দহিকালাও। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে কানহা বাড়ি বাড়ি গিয়ে গোপনে হাঁড়ি থেকে মাখন চুরি করে খেতেন। মাখনের পাত্রটি উপরে ঝুলিয়ে রাখা থাকলে তা ভেঙে মাখন চুরি করে খেতেন গোপাল। কথিত আছে, কানহা যেই বাড়িতে পা রাখত, সেই বাড়ির সমস্ত দুঃখ দূর হয়ে যেত। তাই বিশ্বাস করা হয় যে মাখন চুরি করার জন্য পাত্র ভাঙলে ঘরের দুঃখ দূর হয়ে সুখের বাস হয়।
পৌরাণিক কাহিনী অনুসারে, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে মাখন মিশ্রী চুরি করে তাদের বন্ধুদের মধ্যে বিতরণ করতেন। মাখন চুরিতে বিরক্ত হয়ে গোপীরা মাখনকে উঁচু জায়গায় ঝুলিয়ে দেওয়া শুরু করলেও গোপীদের এই চেষ্টাও ব্যর্থ হয়। দুষ্টু কানহা তার বন্ধুদের সঙ্গে নিয়ে ঝুলিয়ে রাখা দইয়ের হান্ডি ভেঙে খুব মজা করে মাখন চুরি করে খেতেন। ভগবান কৃষ্ণের শৈশবের এই বিনোদনকে পালন করা হয় দহি হান্ডি উৎসব রূপে।