নববর্ষে (Subho Noboborsho) একসঙ্গে দেখা গেল রাহুল দেব বোস (Rahul Dev Bose) এবং দেবাদ্রিতা বসুকে (Debadrita Basu)। নববর্ষের সকালে একসঙ্গে পোজ দিতে দেখা যায় টলিউডের জনপ্রিয় জুটি দেবাদ্রিতা এবং রাহুলকে একসঙ্গে। পয়লা বৈশাখের সকালে রাহুলকে সাদা রঙের পাঞ্জাবি পরতে দেখা যায়। সাদা পাঞ্জাবির সঙ্গে কালো এবং সোনালি রঙের ধুতিতেও 'খাকি-দ্য বেঙ্গল চ্যাপ্টারের' অভিনেতাকে মানায় বেশ। অন্যদিকে দেবাদ্রিতা বসুকেও দেখা যায়, কালো এবং সাদার মিশেলে তৈরি শাড়ি পরতে। সেই সঙ্গে রুপোর গয়নায় সাজতে দেখা যায় টেলি পাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীকে। সবকিছু মিলিয়ে নববর্ষের (Pohela Boishakh) সকালে রাহুল এবং দেবাদ্রিতার ছবি দেখে মন ভরে যায় তাঁদের অসংখ্য অনুরাগীর। প্রসঙ্গত রাহুল দেব বোস এবং দেবাদ্রিতা বসু যে সম্পর্কে জড়িয়েছেন, তা টলিউডে কান পাতলেই শোনা যায়। সম্পর্ক নিয়ে তাঁদের তেমনভাবে কখনও রাখঢাক করতে শোনা যায়নি। তাইতো পয়লা বৈশাখের সকালে একেবারে অন্যরূপে দেখা গেল টলিউডের এই জনপ্রিয় জুটিকে।
আরও পড়ুন: Pohela Boishakh: নববর্ষে মেতে উঠল টাইমস স্কোয়ার, বাংলা গানের ছন্দে মুখরিত মার্কন মুলুক, দেখুন ভিডিয়ো
দেখুন রাহুল দেব বোস এবং দেবাদ্রিতার নববর্ষের সকালের ছবি...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)