Photo Credits: ANI

গুয়াহাটি: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Assam CM Himanta Biswa Sarma) সামনে ফের নয়া এক নজির গড়লেন অসমের লোকনৃত্য শিল্পী (folk dancers) ও বাদ্যবাদকরা (drummers)। ১১৩০৪ জন লোকশিল্পী ও ২৫৪৮ জন বাদ্যবাদকের অপূর্ব যুগলবন্দি নাম তুলল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড (Guinness World Record) বুকেও।

এক জায়গায় এত মানুষকে নিয়ে এর আগে কোনওদিন এই অপূর্ব অসমীয়া বিহু নাচের (largest Bihu dance) সাক্ষী হয়নি পৃথিবী। গুয়াহাটির (Guwahati) সারুসাজাই (Sarusajai Stadium) স্টেডিয়াম আয়োজিত অসমের বিশ্বখ্যাত বিহু নাচের এই ভিডিয়োটি দেখতে শুরু করলে থামতে পারবেন না আপনিও। আরও পড়ুন: SC On Christian-Muslim Dalit Converts: চোখ বন্ধ করে রাখতে পারি না, ধর্মান্তরিত খ্রিশ্চান ও মুসলিম দলিতদের সংরক্ষণের বিষয়ে বলছে সুপ্রিম কোর্ট

দেখুন অপূর্ব সেই ভিডিয়ো: