AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 2 July, 2024: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষঃ নতুন বই কিনে নিজেকে গৃহবন্দী করতে পারেন আজকের দিনে। ব্যস্ত সময়ের ফাঁকে শরীর সুস্থই থাকবে। বন্ধুদের কাছ থেকে জীবনে চলার সঠিক উপদেশ পাবেন। বিনোদনের খাতে বেশি ব্যয় করা ঠিক নয়।

বৃষভঃ ফাঁকা সময়ে কোন কাজ করার পরিকল্পনা করলে, বাড়িতে লোক আসায় তা ভেস্তে যাবে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, নাহলে সমস্যায় পড়তে হতে পারে। সঙ্গীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধুকে আর্থিক দিক থেকে সাহায্য করতে গিয়ে, নিজে অর্থাভাবে পড়বেন।

মিথুনঃ পার্কে ঘুরতে গিয়ে কোন ব্যক্তির সঙ্গে ঝগড়া হতে পারে। অতিরিক্ত অর্থ জমি বাড়ির কাজে বিনিয়োগ করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে বুঝে শুনে নেবেন। সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক সংসারে সুখ আনে।

কর্কটঃ ফাঁকা সময়টা ধর্মীয় কাজে ব্যয় করলে, মন ভালো থাকবে। কাজের ফাঁকে কিছুটা আরাম অরতে পারবেন। এই রাশির ব্যক্তিরা আজকের দিনে তাঁদের ভালোবাসার মানুষের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারেন। বাজে খরচ না করাই মঙ্গলের।

সিংহঃ ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটাবেন।। হতাশাপূর্ণ মনোভাবের পরিবর্তন করুন। ভ্রমণের জন্য আজকের দিন খুবই শুভ। আর্থিক সমস্যার মুক্তি হয়ে অনেক অর্থের অধিকারী হবেন।

কন্যাঃ বিবাহিত ব্যক্তিরা বাচ্চাদের দিকে সময় না দিতে পারায়, তাঁরা অভিযোগ করতে পারেন। আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হবে। ভালোবাসার মানুষের মেজাজ খারাপ থাকায়, কোন খারাপ ভাষা ব্যবহার করা ঠিক নয়। সন্ধ্যের দিকে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

তুলাঃ বিশ্রামের সময় আকজের দিনে নাও পেতে পারেন। সঙ্গীর মনোরম মেজাজ ভাল সময়ের সূচনা করবে। ধর্মীয় অনুষ্ঠানের জন্য আজকের দিন সেরা। অজানা উৎস থেকে আয় হওয়ার ফলে, আর্থিক দিক থেকে লাভবান হবেন।

বৃশ্চিকঃ এই রাশির ব্যক্তিদের কাজে কর্মক্ষেত্রে আজকের দিন ভালো। সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক সংসারে সুখ আনে। সারাদিন ধরে আপনি প্রচুর শক্তিপূর্ণ থাকবেন। দিনের শুরুতে যোগ ব্যায়াম করুন।

ধনুঃ কাজের জায়গায় গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। সমস্যা নিয়ে বেশি চিন্তা ঠিক নয়। বন্ধুদের একটু সময় দিন, নাহলে বিপদে কেউ পাশে থাকবে না। যে কারো সাহায্যে আজকের দিনে অনেক অর্থ উপার্জন করতে পারবেন।

মকরঃ আজকের আবহাওয়ায় বিছানা ছাড়তে ইচ্ছা করবে না। খারাপ পরস্থিতিতে অস্বস্তিতে পড়তে পারেন। মূল্যবান সম্পয় নষ্ট করে সমস্যায় পড়বেন। দুশ্চিন্তা কাটাতে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটানো প্রয়োজন।

কুম্ভঃ নিজের রোম্যান্টিক মনোভাব সকলের স্মাওনে প্রকাশ করবেন না। অযথা কোন কাজে নিজেকে দোষারোপ করবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। ব্যবসায়ীরা বুঝে শুনে অর্থ বিনিয়োগ করুন।

মীনঃ ফাঁকা সময়ে মায়ের সেবা করতে গিয়েও, কাজ থাকায় তা পারবেন না। বেশি মশলাযুক্ত খাবার খাওয়ার থেকে দূরে থাকুন। চারপাশের ঘটনার দিকে খেয়াল রাখুন। গুরুত্বপূর্ণ জিনিসগুলো যত্ন সহকারে গুছিয়ে রাখুন।