![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/02/Voters-In-Tripura-380x214.jpg)
আগরতলা: বৃহস্পতিবার ছিল ত্রিপুরার বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023)। বিকেল চারটে পর্যন্ত ভোটগ্রহণ (Polling) হয় ৬০টি বিধানসভা বিশিষ্ট এই রাজ্যে। আর শেষ পর্যন্ত এবারের বিধানসভা নির্বাচনে সেখানে ৮১.১০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন বলে জানানো হল নির্বাচন কমিশনের (Election Commission) পক্ষ থেকে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এপ্রসঙ্গে জানানো হয়, ত্রিপুরার ৬০টি বিধানসভা আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট গ্রহণের হার ছিল ১৩.৬৯ শতাংশ, সকাল ১১টা পর্যন্ত ছিল ৩২.০৬ শতাংশ, দুপুর ১টা পর্যন্ত পড়েছিল ৫১.৩৫ শতাংশ আর দুপুর তিনটে পর্যন্ত ৬৯.৯৬ শতাংশ ভোট পড়ে। পরে বিকেল চারটের সময় যখন ভোট গ্রহণ শেষ হয় তখন পর্যন্ত ভোট দেওয়ার হার ছিল ৮১.১০ শতাংশ।
৬০টি বিধানসভা আসন থেকে এবার ভোটে লড়াই করেছেন ২৫৯ প্রার্থী। আর লড়াই হচ্ছে মূলত বিজেপি (BJP), সিপিএম-কংগ্রেস (Congress-CPI(M)) জোট, কিছু আসনে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও ত্রিপুরার কিছু স্থানীয় সংগঠন (Regional outfits) নিয়ে তৈরি ত্রিপরা মোথার (Tipra Motha) মধ্যে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ত্রিপরা মোথা এবারের নির্বাচনের কালো ঘোড়া (Dark horse)। যদি ত্রিশঙ্কু বিধানসভা (Hung Assembly) তৈরি হয় তাহলে ত্রিপুরা মোথা কিংমেকারের (Kingmaker) ভূমিকাও পালন করতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারে ত্রিপুরার ৫৫টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। আর পাঁচটি আসনে তারা প্রার্থী দেওয়ার সুযোগ দিয়েছে ত্রিপুরায় তাদের জোট শরিক আইপিএফটি-কে (IPFT)। আর ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস ও সিপিএম জোট।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবার ত্রিপুরায় মোট নথিভুক্ত ভোটার ছিল ২৮ লক্ষ ১৪ হাজার। তার মধ্যে পুরুষ ছিল ১৪ লক্ষ ১৫ হাজার ২৩৩ জন আর মহিলা ১৩ লক্ষ ৯৯ হাজার ২৮৯ জন। এছাড়া ৬২ জন ছিল তৃতীয় লিঙ্গের ভোটার। ভোট হয়েছে মোট ৩ হাজার ৩৩৭টি ভোটগ্রহণ কেন্দ্রে।